ভয় যেন গিলে খায়, রাত বাড়লেই দেখা যায় ছায়ামূর্তি! কারা হানা দিয়ে বেড়ায় আবাসন জুড়ে?

প্রত্যুষা সরকার, কলকাতা: ভূত-প্রেত-দৌত্য এসব বিষয়ে সেই আদিম যুগ থেকে একটা বিশ্বাস রয়েছে মানুষের মধ্যে। যদিও সেটা বিশ্বাস নাকি অন্ধবিশ্বাস সেটা ঠিক জানানেই। আর এই ভূত-প্রেত নিয়ে আনেক ভুতুড়ে জায়গারও সন্ধান মেলে বিশ্বের বিভিন্ন জায়গায়। ভারতেও এমন অনেক জায়গা আছে যেটি ভুতুড়ে স্থান ( Most Haunted Place in Mumbai ) বলে পরিচিত। ভুতুড়ে স্থান মানেই সবার মনে আসে নির্জন এবং জীর্ণ কোনো বাড়ির ধ্বংসাবশেষ। যেখানে রাত কাটানো তো দূরের কথা, দিনের বেলা গেলেও গা ছমছমে করে।

যদিও ভারতের ভুতুড়ে জায়গাগুলির মধ্যে সবসময় ভুতুড়ে স্থান নির্জন থাকে না। কখনও কখনও, সেই স্থানে থাকে মানুষ। মানুষের ক্রিয়াকলাপে পূর্ণ। কিন্তু এই স্থান গুলিতে রয়েছে একটি অদ্ভুত গা ছমছমে অনুভূতিও৷ দিনের বেলায় গেলে জায়গাগুলির বেশিরভাগই খুব সুন্দর এবং মনোরম। কিন্তু রাত বাড়ার সাথে সাথে স্পন্দন পরিবর্তিত হতে থাকের স্খানের সব কিছুর ( Most Haunted Place in Mumbai )। এমনই কয়েকটি জায়গা হল দিল্লির ক্যান্টনমেন্ট এলাকা এবং সঞ্জয় ভ্যান , পুনের শনিওয়ার ওয়াদা এবং মুম্বাইয়ের আরে মিল্ক কলোনি। তবে আজ, এই প্রবন্ধে আপনাদেরকে জানাব মুম্বাইয়ের মাহিম এলাকার একটি আবাসন সম্পর্কে, ডি’সুজা আবাসন।

img 20220619 182537

এই আবাসনের কম্পাউন্ডের মাঝখানে একটি কূপ রয়েছে যার উভয় পাশে সারিবদ্ধ রয়েছে একাধিক ঘর। আবাসনের সব জল ওই কূপ থেকে নিয়েই কাজ করত আবাসনে বসবাসকারী ব্যক্তিরা ( Most Haunted Place in Mumbai )। কয়েক বছর আগে আবাসনে বসবাসকারী এক মহিলা একবার জল ভরতে গিয়ে কূপে পড়ে মারা যান। তারপর থেকে মনে করা হয় যে ওই মহিলার আত্মা কূপের আশেপাশে বিচরণ করে। ওখানের বেশ কয়েকজন জানিয়েছে তাঁরা নাকি একটি মহিলাকে দেখেছেন, যে পরে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে।

তবে বাসিন্দাদের দাবি ওই মহিলার আত্মা অত্যন্ত নিরীহ। কারণ সে নাকি কখনও কারও ক্ষতি করে না এবং কাউকে কষ্ট দেয় না। তবুও ওই আবাসনে রাতের বেলা একা না যাওয়ার পরামর্শ দেন আসে পাসের মানুষ। শুধু এই একটি কাহিনি নয়। এই আবাসনের রয়েছে আরও একটি ভুতুড়ে কাহিনি ( Most Haunted Place in Mumbai )। এখানে নাকি একটি মৃত প্রহরী আছেন যাকে প্রায়ই একটি গাছের কাছে দেখা যায়। গভীর রাতে সে নাকি এখনও এলাকা পাহারা দিতে আসে।

img 20220619 182455

ওই ঘটনা সত্যতা কতটা শ্রবণ এবং কতটা সত্য, তা কেবলমাত্র যারা এটি দেখেছে তারা বলতে পারে। বিশ্বাস আর অবিশ্বাস সম্পূর্ণ নিজের কাছে। তবুও, ডি’সুজা আবাসনের এই ঘটনাটি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলির ( Most Haunted Place in Mumbai ) মধ্যে একটি বলে মনে করা হয়। যদি কখনও এই স্থানে যাওয়ার সুযোগ থেকে, তাহলে আপনি কি কখনও এই স্থানে যেতে সাহস করবেন?




Leave a Reply

Back to top button