KARTIK PUJA 2021 – শুধুই নয় শিশু কামনা, কার্তিকের রয়েছে আরও নানাবিধ রূপ
বর্তমানে পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে অনেক জায়গাতেই বারোয়ারি পুজোর সাথে সাথে ঘরোয়া পদ্ধতিতে কার্তিক পুজো করা হয়ে থাকে। কথিত আছে, সন্তান লাভের জন্য ঘরে ঘরে কার্তিক পুজো করা হয়ে থাকে। লোকের বাড়িতে বাড়িতে কার্তিক ফেলা হয় বলে কার্তিককে অনেকেই ‘ফেলা কার্তিক’ও বলে থাকেন। তবে এই কুলীন দেবতা কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুর বধের উদ্দেশ্যে। শিব ও পার্বতীর কনিষ্ঠ পুত্র সন্তান কার্তিক স্বর্গের দেব সেনাপতিও। অর্থাৎ, শৌর্য,বীর্য ও যুদ্ধে জয়লাভের বাসনা নিয়ে কার্তিক পুজো করা হয়ে থাকে।
কার্তিকের ধ্যানমন্ত্র হল– ‘ওঁ কার্তিকেয়ং মহাভাগং ময়ূরোপরিসংস্থিতম তপ্তকাঞ্চনবর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম’। এই মন্ত্রের আক্ষরিক অর্থ কার্তিকের রূপের বর্ণনা করে থাকে। কার্তিক ময়ূরের ওপর উপবিষ্ট, উজ্জ্বল বর্ণের কার্তিক নানা অলঙ্কারে সজ্জিত। শত্রুদমনকারী কার্তিক স্বর্ণের মতন উজ্জ্বল। কার্তিকের প্রণাম মন্ত্রে বলা হয়ে থাকে, “হে মহাভাগ দৈত্যদলনকারী কার্তিক, তোমায় প্রণাম করি। হে মহাবাহু ময়ূরবাহন, তোমাকে নমস্কার ৷ হে রুদ্রপুত্র তোমার হাতে শক্তি অস্ত্র, ছয় কৃত্তিকা তোমার ধাত্রীমাতা। তারকাসুর বিনাশক হে মহাতপস্বী, তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জম্মগ্রহণ করেছ। হে পার্বতীপুত্র, তোমাকে সতত প্রণাম।”
আরও পড়ুন…..Sushant Singh Rajput- মৃত্যু উপত্যকায় গোটা বংশ, কেন বারবার বিষাদের ছায়া নেমে আসছে সুশান্ত পরিবারে
কাটোয়া অঞ্চলের কার্তিক পুজো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ। কাটোয়া অঞ্চলে ঘরোয়া কার্তিক পূজার পাশাপাশি যৌনপল্লীতেও এই পুজো করা হয়ে থাকে, মূলত যৌন কর্মীদের হাত ধরেই কাটোয়া অঞ্চলে কার্তিক পুজো শুরু করা হয়েছিল। কাটোয়া অঞ্চলে বিভিন্ন ধরনের কার্তিক পুজোর প্রতিদ্বন্দ্বীতা ‘কার্তিকের লড়াই’ নামে পরিচিত। শুধু বাংলা নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ ভারতেও কার্তিক পুজো হয়ে থাকে। তামিলনাড়ুতে কার্তিক তথা মুরগানকে ‘দেশের রক্ষাকর্তা’ বলা হয়ে থাকে। সর্বোপরি, দেশজুড়ে ‘রাজা কার্তিক’, ‘জামাই কার্তিক’, ‘ন্যাংটা কার্তিক’, ‘সাহেব কার্তিক’ সব ধরনেই কার্তিক পুজো করা হয়ে থাকে।