পড়ার ব্যাচ থেকে বেরিয়ে ‘শাওর্মা’ খেতে গিয়ে বিপ্ততি, অসুস্থ ১৮ জন পড়ুয়া, মৃত ১

প্রত্যুষা সরকার, কলকাতা: একেই বাইরে কাঠ ফাটা রোদ। তার উপর দেখা মিলছিল না বৃষ্টির। সব মিলিয়ে যেন একেবারে নেছাকার অবস্থা। রিপোর্ট অনুযায়ী ১২২ বছরে সব থেকে বেশি গরম পরেছিল এপ্রিলে ( April )। যদিও গত দু-দিন ধরে হাল্কা বৃষ্টিতে হালকা সস্তি মিলেছে সকলের। তবে এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ( tragic Incident in Kerala ) , খাবার খেতে গিয়েই বিপাকে পরল কিছু স্কুল ছাত্র-ছাত্রী।
টিউসানের বাইরেই পাওয়া যাচ্ছিল ফলের রস। বীভৎস এর গরমের থেকে রেহাই পেতে তাই সেখানে ভিড় জমত স্কুল-কলেজের পড়ুয়াদের। পাওয়া যেত বিভিন্ন ধরনের ফলের রস। সম্প্রতি সেখানে বিক্রি শুরু হয়েছিল আরবের জনপ্রিয় খাবার ‘শাওর্মা’ ( shawarma )। ছুটির পর এই খাবার টেস্ট করতেই সবাই মিলে আসে সেই দকানে। কিন্তু খাবারটা খাওয়ার পরই দেখা দিল বিপত্তির ( tragic Incident in Kerala )। খাবার খেয়ে অসুস্থ হয়ে পরল ১৮ জন পড়ুয়া। যার মধ্যে রবিবারই এক পড়ুয়ার মৃত্যু ঘটে।
ঘটনাটি ঘটেছে কেরলের কাসারগোড জেলার চেরুভাথুর নামক একটি শহরে। ওই শহরেরই একটি খাবারের স্টলে বিক্রি হচ্ছিল “পচা শাওর্মা”। আর ওটা খাওয়ার পরেই সন্দেহজনক ভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু ( tragic Incident in Kerala ) হয় একজন ১৭ বছর বয়সী স্কুল ছাত্রীর এবং অন্য ১৮ জন অসুস্থ হয়ে পড়েছে। কেরালায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কেরলে। নিহত ওই ছাত্রীর নাম দেবানন্দ।
ঘটনাটির বিষয়ে মন্তব্য করে রবিবার কাসারগোদ মেডিকেল অফিসার বলেছেন, “একজন শিশু বিশেষজ্ঞ সহ চিকিৎসকদের একটি দল দেবানন্দকে পরীক্ষা করেছিল কিন্তু কোনভাবেই তার জীবন বাঁচাতে পারেনি। বাকি, মোট ১৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের সকলের অবস্থা স্থিতিশীল। ”
Kerala | A student dies after consuming rotten shawarma in Kasaragod district. A total of 18 students have been admitted to the district hospital. The shop has been closed, cook taken into custody. Food poisoning may be the primary reason for this: M Rajagopalan, MLA Trikaripur pic.twitter.com/LKYdZo30oN
— ANI (@ANI) May 1, 2022
অন্যদিকে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ ঘটনার তদন্তের ( tragic Incident in Kerala ) নির্দেশ দিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছেন। ইতিমধ্যেই যে দোকানে ছাত্ররা শাওয়ারমা খেয়েছিল সেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে এবং বাবুর্চিকে পুলিশ হেফাজতে নিওয়া হয়েছে।
আরও পড়ুন – মহাদেবের আশীর্বাদে সফল হবে ব্যবসা থেকে প্রেম, জেনে নিন আপনার আজকের রাশিফল
ত্রিকরিপুরের বিধায়ক, এম রাজাগোপালন বলেন, ‘দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাবুর্চিকে হেফাজতে নেওয়া হয়েছে। ফুড পয়জনিং ( tragic Incident in Kerala ) এর প্রাথমিক কারণ হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি তদন্ত করার জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে’।
আরও পড়ুন – ভয়ঙ্কর সংকটে আমির কন্যা! নেটপাড়ায় অঘটনের ইঙ্গিত দিলেন ইরা খান নিজেই