Love Is Blind – স্ত্রীর মন পেতে চাঁদে জমি কিনে দিল বাঙালি যুবক, নেট পাড়ায় হইচই
ভালোবেসে ‘চাঁদ’ হাতের মুঠোয় উপহার হিসাবে এনে দেওয়ার কাহিনী আমরা কম-বেশি সবাই শুনেছি। তবে বাস্তবেই, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ভালোবেসে চাঁদের জমি উপহার দিয়ে নজির গড়লেন দুই বাঙালী যুবক। সম্প্রতি বাংলাদেশের খুলনা জেলার অসীম নামের এক যুবক তাঁর স্ত্রী ইসরাত টুম্পাকে তাঁদের ষষ্ঠ বিবাহবার্ষিকীতে চাঁদের একটি জমি উপহার দেন।
তিনি ঐ জমিটি মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার এমব্যাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে স্ত্রীর জন্য কিনেছিলেন। এই সংস্থা থেকে জমিটি কেনার পর সেই জমির বিক্রয়নামা, জমিটির স্যাটেলাইট ছবি ও ভৌগোলিক অবস্থান সম্পর্কিত সমস্ত আইনি নথিও ডাক মারফত হাতে পেয়েছেন তাঁরা। এই উপহার সম্পর্কে অসীমের স্ত্রী টুম্পা বলেন, চাঁদের দেশে এক টুকরো জমি উপহার পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। গত বছর ভারতের একটি ঘটনা দেখে আমার স্বামী ইচ্ছা পোষণ করেছিল। এবার বিবাহবার্ষিকীতে সে আমাকে সত্যি সারপ্রাইজ গিফট দিতে পেরেছে। উপহারটি পাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে চলে গেছি।”
এই ঘটনার কিছুদিন আগেই এরকমই একটি ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে। প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে কেনা জমির দলিল উপহার দিয়েছিলেন সুমন্ত মুর্মু। বিদ্যুত দফতরের ঝাড়গ্রাম সাব স্টেশনের কর্মী সুমন্তও বাংলাদেশের অসীমের মতনই মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনিস হোপের ‘লুনার এমব্যাসি’ সংস্থা থেকেই ৪৫ ডলারের (ভারতীয় মূল্য ৩২৪০ টাকা) বিনিময়ে স্ত্রীর জন্য জমি কিনেছিলেন।
সুমন্ত জানিয়েছেন, ‘‘ছোটবেলা থেকেই চাঁদের প্রতি আগ্রহ ছিল। হঠাৎই ইন্টারনেট ঘাঁটতে গিয়ে চাঁদে জমি কেনা যায় বলে জানতে পারি। ক্রেতাদের তালিকায় রোনাল্ড রেগন, জর্জ বুশের মত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরাও রয়েছেন দেখে যোগাযোগ করি। আমেরিকার ওই সংস্থাটি প্রকৃতই চাঁদের জমির মালিকানা নিয়ে এ পর্যন্ত ৬০ লক্ষ ক্রেতাকে ৬১ কোটি একর জমি বিক্রি করেছে। আন্তর্জাতিক মানের কয়েকটি হোটেল কর্তৃপক্ষও চাঁদে জমি কিনেছেন। তাই সব দিক খতিয়ে দেখে নিশ্চিত হয়ে জমি কিনেছি।’’ তাঁর স্ত্রী মার্থাও এই উপহার প্রচন্ড আপ্লুত হয়ে বলেন, “আমাদের জীবদ্দশায় চাঁদে থাকার সুযোগ হবে না। তবে এই দলিলের ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ কোনও এক প্রজন্ম হয়তো চাঁদে থাকবে, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। সুমন্তের এমন উপহার কোটি টাকার চেয়েও দামি।’’
আরও পড়ুন….BJP TMC row- বিজেপি নেতাদের ডাকে সাড়া দিতে উপস্থিত কুনাল ঘোষ, বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা
প্রসঙ্গত উল্লেখ্য, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত কোম্পানি। আটের দশকের একেবারের গোড়ার দিকে চাঁদের জমি এবং খনিজ সম্পদের মালিকানা দাবি করে রাষ্ট্রপুঞ্জকে চিঠি লেখেন হোপ। যদিওবা রাষ্ট্রপুঞ্জ সেই চিঠির কোনো উত্তর না দেওয়ায় সেই মৌনতাকেই সম্মতি মেনে চাঁদের জমি বিক্রি করতে শুরু করেন তিনি। পরবর্তীতে অবশ্য হিলারি ক্লিটন সরকারি ঘোষণাপত্রে সম্মতি জানিয়ে হোপকে এই অধিকার দিয়েছিলেন।