Mother’s Day! কেনই বা মা দিবস? দুঃখই কি আসলে মা দিবসের ইতিহাস

প্রত্যুষা সরকার, কলকাতা: কথায় বলে পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবেসে থাকে সেটা হলো মা ( Mother )। মায়ের সঙ্গে স্নতানের সম্পর্ক বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। একজন মা তাঁর সন্তানের মঙ্গলের জন্য সব কিছুই কর‍্যে পারেন। একজন মায়ের সবসময় তার সন্তানের জন্য তাঁর ঠোঁটে নীরব প্রার্থনা থাকে, মা ( Mother’s Day ) তার সন্তানের কোন অসুবিধা হতে দেন না এবং সবসময় তাঁরা তাঁদের স্নতানদের পাশে থাকেন।

প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে মাতৃত্ব দিবস উদযাপন করতে অনেক দেশেই পরিলক্ষিত হয়। যদিও মাকে ভালোবাসার জন্য বছরে মাত্র একটি দিনই যথেষ্ট নয়। আসলে একটি স্নতানের কাজে প্রতি দিনই মা দিবস হওয়া উচিত। তবে বিশেষ কোন দিনটি মা ( Mother’s Day ) দিবস হিসাবে পালন করা হয়? এবং কিভাবেই বা শুরু হল এই দিন উৎযাপন?

img 20220508 215712

 

মা ( Mother’s Day ) দিবসের এই দিনটির স্মরণ করার আধুনিক যুগের প্রথম এই ধারণার জন্ম হয়েছিল ১৯০৭ সালে। সূত্র অনুযায়ী এই দিনটির উৎপত্তি হয় দুই অসামান্য নারী, জুলিয়া ওয়ার্ড হাওয়ে এবং আনা জার্ভিসের, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবসের ধারণা প্রতিষ্ঠার জন্য কৃতিত্বপ্রাপ্ত। ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনের অ্যান্ড্রুস মেথডিস্ট এপিসকোপাল চার্চে প্রথম মা দিবসের উপাসনা দেওয়া হয়েছিল। অন্যদিকে, আনা জার্ভিস, যিনি তার নিজের মায়ের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। পাঁচ বছরের মধ্যে, প্রায় প্রতিটি রাজ্যে দিবসটি পালন করেছিল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৪ সালে এটিকে একটি জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন।

img 20220508 212123

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় মা ( Mother’s Day ) দিবস। যদিও এমন অনেক দেশ আছে যারা এই মাতৃ দিবস পালনের আলাদা একটি দিন আছে। তবে এই বছর, মাসের দ্বিতীয় রবিবার অনুযায়ী ৮ মে পালিত হলো মাতৃ দিবস। মাসের দ্বিতীয় রবিবার প্রায় ৫০ টিরও বেশি দেশে এই বিশেষ দিন হিসাবে পালিত হয়। এইদিন যেসব দেশে রবিবার মা দিবস উদযাপন করে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক এবং বেলজিয়াম।

আরও পড়ুন – মিঠাই ও গাঁটছড়াকে কুপকাত করলো ফুলঝুরি! TRP লিস্টে শীর্ষ স্থান পেল ধুলোকণা

অন্যদিকে মেক্সিকো এবং লাতিন আমেরিকার অনেক অংশে, মাতৃ দিবস পালন করা হয় ১০ মে। হাঙ্গেরি, লিথুয়ানিয়া, রোমানিয়ার মতো দেশে মে মাসের প্রথম দিনে মা দিবস পালন করা হয়। এ বছরও একই ভাবে ওই দেশগুলি ১ মে মা ( Mother’s Day ) দিবস পালন করেছে। নরওয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপন করে, জর্জিয়া এটি উদযাপন করে ৩ মার্চ। আবার ইন্দোনেশিয়া এটি ২২ ডিসেম্বর এবং রাশিয়া নভেম্বরের শেষ রবিবার এই দিবসটি পালন করে।

আরও পড়ুন – ধারাবাহিকে ফিরছে রিনি, সাত্যকির জীবন থেকে ঊর্মিকে সরানোই আসল লক্ষ্য




Leave a Reply

Back to top button