বিভিন্ন দেশের জাতীয় প্রাণীর নাম

আমরা সকলেই পশুপ্রেমী। কিন্তু অধিকাংশ মানুষই জানেনা কোন দেশের জাতীয় পশু কি। জানতে চান কোন দেশের জাতীয় পশু কে? তাহলে এক ঝলক দেখে নিন প্রতিবেদনটি।

শুভঙ্কর, কলকাতা: আমরা সকলেই পশুপ্রেমী। কিন্তু অধিকাংশ মানুষই জানেনা কোন দেশের জাতীয় পশু কি। যেমন আমরা ভারতীয়রা জানি আমাদের জাতীয় পশু কি, কিন্তু সত্যি বলতে গেলে যদি জিজ্ঞেস করা হয় অন্য দেশের জাতীয় পশু কি, তখন আমরা চুপ থাকি। আমরা অনেকেই বলতে পারিনা কারণ সেই সম্বন্ধে আমরা কোনদিনও জানবারই চেষ্টা করিনি। কিন্তু আপনাদের কি ইচ্ছা আছে জানা কোন দেশের জাতীয় পশু কি? চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন দেশ ও তাদের জাতীয় পশু কারা।

পাকিস্তানের জাতীয় পশু হলো মারখোর নামে একটি বিশেষ জাতের বন্য ছাগল। মূলত ভারত পাকিস্তান এবং আফগানিস্তানে দেখা যায়। ভারতের মতো বাংলাদেশের জাতীয় পশু হলো রয়েল বেঙ্গল টাইগার। এবার নিঃসন্দেহে হিংস্র। কিন্তু যতো দিন যাচ্ছে, ততোই এই বাঘ বিপন্ন প্রজাতি হয়ে উঠছে। যদিও এখন এর সংখ্যা বাড়ানোর ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে।

Animal,India,Nation,National animal of the country

এই দেশটির জাতীয় প্রাণী একটি ড্রাগন। যাকে বলা হয় ড্রুক। এই গ্রুপকে দেখা যায় ভুটানের জাতীয় পতাকায়। তবে বলে রাখা ভালো, এই প্রাণীকে ঘিরে রয়েছে রহস্য। এই মুহূর্তে ভারতের শত্রু চীন। এই চীনের জাতীয় প্রাণী একটি পান্ডা ভাল্লুক। কিন্তু এই প্রাণীর প্রসঙ্গে জাতীয় সম্পত্তি হিসেবে দেখে চীনের লোকেরা। মায়ানমারেরও জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার। ঠিক ভারত ও বাংলাদেশের মতো। তবে এই দেশে রয়েল বেঙ্গল টাইগারের চেয়ে বেশি জনপ্রিয় লড়াকু ময়ূর বা খুট-ডাউং।

এই দেশটিতে জাতীয় প্রাণীর নাম জঙ্গল ফাউল। এই প্রাণীটিকে মোরগের মতো দেখতে। শুধু এখানেই শেষ নয়, আরও বহু দেশের জাতীয় প্রাণীর নাম আমাদের কাছে অজানা। তবে সমস্ত দেশি তাদের জাতীয় প্রাণীকে একটি সম্মানের চোখে দেখে। কিছু ক্ষেত্রে দেখতে গেলে এই জাতীয় প্রাণী একটি দেশকে রিপ্রেজেন্ট করে ও জাতীয় প্রাইড হয়ে ওঠে।




Leave a Reply

Back to top button