১) বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলস্বরূপ হিমবাহ গলনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর হিমবাহ গলনের ফলে জলস্তর বাড়ছে নদী ও সমুদ্রের।
২) বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়ছে আন্টার্কটিকায় বাস করা পেঙ্গুইনদের উপর।
৩) পরিবেশ মন্ত্রকের একটি রিপোর্ট বলছে, খাদ্য সংকটের মুখোমুখি পেঙ্গুইনরা। দিনের পর দিন না খেতে পেয়ে মৃত্যু ঘটছে তাদের।
৪) আন্টার্কটিকার হিমবাহ প্রাচীর যে হারে ধ্বংসের মুখে, তাতে আগামী দিনে আন্টার্কটিকার বাস্তুতন্ত্র বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
৫) আর মেরুপ্রদেশের এহেন বদল সারা পৃথিবীর কাছে একটি সর্বনাশের খাঁড়া বলে জানান দিচ্ছেন বিজ্ঞানীরা।
Follow us on
Back to top button