কালীভক্তদের জন্য কিছু বিখ্যাত কালী মন্দির

আপনিও যদি কালী ভক্ত হন তাহলে এক ঝলক দেখে নিন প্রতিবেদনটি। বাংলার কিছু বিখ্যাত কালী মন্দিরের কথায় এই প্রতিবেদনে উল্লেখ করা রয়েছে।

কলকাতা: আর এক সপ্তাহ বাদেই শুরু হবে বাঙালির আরেক প্রিয় উৎসব কালীপুজো। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। ইতিমধ্যেই বহু জায়গায় প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। তবে এই প্যান্ডেল হপারদের মাঝেও কিছু আছে যারা এই উৎসবে বিখ্যাত কালী মন্দিরগুলি পরিদর্শন করতে ভালোবসেন। আপনিও কি তাদের মধ্যে পড়েন? চলুন জেনে নেওয়া যাক বাংলার কিছু বিখ্যাত কালী মন্দিরের কথা।

সেবকেশ্বরী কালীমন্দির: দীপক পাহাড়ের গায়ে রয়েছে এই বিখ্যাত মন্দির। এই জাগ্রত কালী মন্দিরে উঠতে হলে চড়তে হয় ১০৭টি সিঁড়ি। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এখানে দর্শনার্থীদের সংখ্যা। কালীপূজার সময়ে এই মন্দিরে ভিড় জমান শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের কালীভক্তরা। আনন্দময়ী কালীমন্দির: এই জনপ্রিয় কালী মন্দিরটিও শিলিগুড়িতে অবস্থিত। প্রায় ১০০ বছর পুরনো এই মন্দির। দেবী চৌধুরানী কালীমন্দির: ব্রিটিশ শাসনকালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক। জানা গিয়েছে ব্রিটিশ ও জমিদারদের থেকে লুট করে আনা সম্পত্তিগুলি এই মন্দিরের গর্ভগৃহে রাখা হতো। এরকম আরো একটি দেবী চৌধুরানী কালীমন্দির জলপাইগুড়ির শিকারপুর চা বাগানে রয়েছে।

Kali Puja,Festival,Religion,Temple of Kali thakur

হংসেশ্বরী কালীমন্দির: ২০০ বছরেরও বেশি পুরোনো হুগলির বাঁশবেড়িয়ার এই কালীমন্দির। ১৭৯৯ খ্রিষ্টাব্দে রাজা নৃসিংহদেব হংসেশ্বরী কালীমন্দিরের নির্মাণ শুরু করেন। তাঁর বিধবা পত্নী রাণী শঙ্করী নির্মাণ সম্পন্ন করেন। আদ্যাপীঠ: জনপ্রিয় এই কালী মন্দিরটি দক্ষিণেশ্বরে অবস্থিত। কালীপুজোর দিন মহাপুজোর আয়োজন হয় মন্দিরে। দীপাবলীর দিন আলাদা রকম সাজে সেজে ওঠে এই মন্দির। কঙ্কালীতলা মন্দির: এই মন্দিরটি বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত এবং শান্তিনিকেতনের থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে। কালীপুজোর সময় এখানে ভিড় হয় চোখে পড়ার মতো।

দক্ষিণেশ্বর মন্দির: ১৮৫৫ সালে রামকৃষ্ণ পরমহংসের সাধনাস্থলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মা কালীকে ‘ভবতারিণী’ রূপে পূজা করা হয় এই মন্দিরে। কালীঘাট মন্দির: ২০০ বছরের বেশি পুরনো এই মন্দির। দীপাবলির দিন এই মন্দিরের আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম থাকে। দর্শনার্থীদের ভিড়ও হয়ে চোখে পড়ার মতো। তারাপীঠ: এই পবিত্র মন্দিরটি বীরভূম জেলায় অবস্থিত। জানা গিয়েছে, এই মন্দিরে স্বয়ং সাধক বামা খ্যাপা সাধনা করেছেন। কালী পূজার সময় শুধু ভারতবর্ষ থেকেই নয় বিদেশি পর্যটকরাও আসে এই মন্দিরে, মাকে দর্শন দিতে।

এই তালিকা এখানেই শেষ নয়। বাংলা জুড়ে রয়েছে আরও বিখ্যাত কালী মন্দির। যেমন ক্ষ্যাপা মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, কৃপাময়ী কালী মন্দির, ইত্যাদি। কালীপুজোর সময় এই পবিত্র স্থানগুলিতে গেলে বুঝতে পারবেন এই পুজোর মাহাত্ম্য এবং কেন গুরুত্বপূর্ণ এই পুজো।




Leave a Reply

Back to top button