Ganga Sagar 2022 : মকর সংক্রান্তিতে কেন গঙ্গা সাগরে স্নান করেন মানুষ? জানুন এই প্রথার মাহাত্ম্য

বাংলায় একটা প্রবাদ রয়েছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। প্রতিবছর মকর সংক্রান্তির (Makar Sangkranti) দিনে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে (Ganga Sagar) উপস্থিত হন। এদিন গঙ্গা ও সাগরের সঙ্গমে স্নান করলেই পুণ্য অর্জন হয়। তাই জীবনে একবার হলেও গঙ্গাসাগরে আজকের দিনে পুণ্য তিথিতে স্নান করার আকাঙ্খা থাকে অনেকেরই। কিন্তু এই প্রথার পিছনে কোন কাহিনী রয়েছে? কেনই বা এতটা মাহাত্ম্য রয়েছে এই গঙ্গা সাগর মেলার! আজ আপনাদের সেই সম্পর্কেই জানাবো।
গঙ্গাসাগর মেলার পেছনের কাহিনী ( Story Behind Ganga Sagar)
গঙ্গাসাগর মেলার পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কাহিনী অনুযায়ী, মা গঙ্গা ভগীরথের শঙ্খধ্বনি অনুসরণ করে মহাদেবের জটা থেকে মর্তে নেমে এসেছিলেন। ভগীরথ যে পথ ধরে হেঁটেছিলেন সেই পথেই প্রবাহিত হয়েছিলেন মা গঙ্গাও।
পুরাণের মতে গঙ্গাসাগর মেলার গল্প (Mythical Story of Ganga Sagar )
পুরাণের মতে, স্বয়ং দেবরাজ ইন্দ্র অযোধ্যার ইক্ষুক বংশের রাজা সাগরের অশ্বমেধ যোগ্যের ঘোড়া চিরি করে নিয়েছিলেন। আর সেই ঘোড়াগুলিকে লুকিয়ে রেখেছিলেন কপিল মুনির আশ্রমের পিছনে। সেই সময়ে কপিল মুনি ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচিত হতেন মর্তে। ঘোড়ার খোঁজ না পেয়ে রাজা সাগর নিজের ৬০,০০০ সন্তানদের পাঠান। জানা যায় কপিল মুনির আশ্রমে রাখা আছে ঘোড়া।
এরপর রাজা সাগরের ছেলেরা কপিল মুনিকে চোর আখ্যা দিতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। তৎক্ষণাৎ ৬০০০০ সন্তানদের ভস্মে পরিণত করে নরকে পাঠিয়ে দেন তাদের আত্মা। এরপর রাজা সাগরের নাতি ভগীরথ ছেলেদের ফেরাতে দিবারাত্রি এক করে শিবের আরাধনা শুরু করেন। এরপর তিনিই কপিল মুনির নির্দেশ মত শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে আহবান করেন মর্তে। মহাদেবের জটা থেকে মা গঙ্গা সেদিন এসে মিলিত হয়েছিল গঙ্গাসাগরে।
মকর সংক্রান্তির দিনে, কপিল মুনির আশ্রমেই হয়েছিল এই ঘটনা। সেই থেকেই মানুষের বিশ্বাস গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এদিন সূর্যদেব মকর রাশিতে অধিষ্ঠান করেন। আর পুণ্যার্থীরা স্নান করে উঠে ভেজা কাপড়ে দান ধ্যান করেন ও সূর্যপ্রণাম করেন। অবশ্য এদিন শুধুমাত্র গঙ্গাসাগর নয় পুরিতেও অনেকেই পূণ্য স্নান করেন।