আকাশে সূর্য দেখা যাবে ১২ ঘন্টার বেশি! দুপুরে দেখা যাবে না ছায়া, জানেন কি আজকের দিনটার রহস্য

যদি হটাৎ করে একদিন দিনের আলো থাকার সময় বৃদ্ধি পায়, এই মানবসমাজ কি খুশি হবে? আরও একটু কাজে সময় দিতে পারবে বলে কি ভাল লাগবে নাকি বাড়ি যেতে আরো দেরী হবে ভেবে মন ভার হবে? জানা নেই। এই প্রশ্নের উত্তর প্রতিটা ব্যাক্তি নির্বিশেষেই দেওয়া যাবে। তবে বছরের সবচেয়ে বড় দিনটি কিন্তু আজকে। এদিন ১২ ঘন্টারও বেশি সময় সূর্য দেখা যাবে আকাশে।

উল্লেখ্য, আজ ২১ জুন। পৃথিবীর সবচেয়ে বড়দিন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কর্কট ও মকর নামের দুটি ক্রান্তি রেখা এদিন এক সঙ্গে পৃথিবীর উপর দিয়ে যায়। এই দুই ক্রান্তি রেখার মধ্যে কর্কটক্রান্তি রেখাই সিদ্ধান্ত নেয় যে আজকে সূর্য কতটা সময় অবধি আকাশে থাকবে। কর্কটক্রান্তি রেখার অন্য নাম উত্তরের রেখা। যেহেতু আজ এই উত্তরের রেখার উপরই সূর্য নির্ভরশীল সেহেতু, আজ সকাল থেকে সন্ধ্যার সূর্যটা সবচেয়ে বেশি হেলে থাকবে উত্তরের দিকে। আজ দুপুরেবেলার দিকে সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার মাঝ বরাবর, এই সময় সূর্যের নীচে দাঁড়ালে সেই কারণে ছায়াও পড়বে না। এই দিনতাই ১২ টার সময় বাড়ি থেকে বেরিয়ে একেবারে সূর্যের নিচ বরাবর দাঁড়ালে দেখা যাবে, আমাদের কোনও রকম ছায়া মাটিতে পড়ছে না। এমন ঘটনা স্বাভাবিকভাবেই অবাক করার মতো।

summer solstice

সেই কারণেই বিশ্বের নানা জায়গায় এই দিনটিকে নানা নামে ডাকা হয় থাকে। কেউ বলে কর্কটক্রান্তি দিবস,কেউ বা বলে অয়ন দিবস। অন্য দিকে আবার ইংরেজিতে বলা হয়ে থাকে সামার সলিস্টিক ডে ( Summer Solstice Day )। তবে শুধুই নাম দিয়েই ক্ষান্ত হয়নি বিশ্ববাসী। এই দিনটিকে স্মরণীয় করতে পালন হয়েছে একাধিক উৎসব। বিশ্বের নানা প্রান্ত এই দিনটিতে উৎসবে মেতে ওঠে। গোটা একটা দিন সূর্যকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে চলে উৎসব। সেই কারণে আলেকজান্ডারের সেই উক্তিটিকে একটু বদলে বলা যেতেই পারে, “সত্যি সেলুকাস! কী বিচিত্র এই পৃথিবী”




Leave a Reply

Back to top button