কী আছে নীল পাহাড়ে? যাতে আঙ্কিত গ্ৰামবাসীরা
পেপারটা খুলতেই খবরের শিরোনাম “নীল পাহাড়ে আতঙ্ক।” রজত কফির কাপটা নিয়ে নড়েচড়ে বসলো। ভালো করে খবরটা পড়তে শুরু করলো।এরপরে জানতে গেলে পড়তে হবে, বাংলা লাভ স্টোরির ব্লগে।

শুভঙ্কর, কলকাতা: এর আগে এমন ঘটনা আগে কখনো হয়েছে বলে কারোর মনে পড়ছে না। তাই গ্রামের মানুষের চোখে মুখে চাপা আতঙ্কের ছাপ। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলো ওই নীল পাহাড়ের গুহায় তারা যাবে। সেই মত পরের দিন গ্রামের সমস্ত লোকজনেরা একজোট হয়ে নীল পাহাড়ের রওনা দিলো।
পাহাড়ের চূড়াতে রয়েছে এই সেই গুহা, আর পাহাড়টাও বেশ উঁচু বলে, গ্রামের লোকেরা সচরাচর খুব একটা কেউ আসে না এই গুহার কাছে। একে একে করে সবাই অতি কষ্টে গুহায় কাছে এসে পৌঁছায়…।
নীল পাহাড়ে আতঙ্ক। হ্যাঁ। এতক্ষণ ধরে যেটা পড়লেন এটা সেই গল্পের নাম। ভূতের গল্প পড়তে আমাদের কার না ভালো। আট থেকে আশি সকলেই ভূতের কথা উঠলেই জমিয়ে বসেন। তার ওপর যদি বর্ষার রাত হয়। তাহলে তো কোনও কথাই নেই। জমাটি ভূতের গল্প শুনে ছেলেবেলায় টয়লেটে যেতে ভয় হয়নি এমন কেউ হয়তো নেই। এবার বাচ্চাদের জন্য এই ছোট গল্প নিয়ে ‘এলো বাংলা লাভ স্টোরি’ ব্লগ। এখানে গল্প পড়ার পাশাপাশি শোনাও যাবে। ‘নীল পাহাড়ে আতঙ্ক’ তে শেষ পর্যন্ত কি হলো তা জানতে গেলে পড়তে হবে বা শুনতে হবে। গ্রামবাসীরা কেন সেই পাহাড়ের চূড়ায় গেল? এমনকি ঘটনা ঘটেছে যে সেখানে যেতে হল? গল্পের শেষে জানা যাবে নীল পাহাড়ে আতঙ্কের রহস্য।