পশ্চিমবঙ্গের বিষয়ে দশ অজানা তথ্য! যা জানেন না ৯০ শতাংশ মানুষ
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিষয়ে এই তথ্যগুলো জানতেন কী?

পূর্বাশা, হুগলি: আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ বহু অতীত ও ঐতিহ্যের পটভূমি। এই বঙ্গের উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর আর মধ্যভাগে বিশাল গাঙ্গেয় সমভূমি। প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক দিক থেকে বঙ্গভূমি অসংখ্য বৈচিত্র্যের সাক্ষী। এই রাজ্যের বিষয়ে বেশ কিছু তথ্য এখনও অজানা আমাদের। আজকের প্রতিবেদনে রইল তেমনই দশ অজানা তথ্যের হদিশ।
১) সংযুক্ত বঙ্গের সাপেক্ষে বঙ্গভূমি পশ্চিম দিকে অবস্থিত হওয়ায় তাকে পশ্চিমবঙ্গ বলে অভিহিত করা হয়। আর বাংলাদেশকে বলা হয় পূর্ববঙ্গ।
২) বাংলার উত্তরের সমভূমি হল বরেন্দ্রভূমি।
৩) দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল-ক্যানিং।
৪) ‘চিকেনস নেক’ বলা হয় উত্তর দিনাজপুরের চোপড়াকে।
৫) বাংলার সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু।
৬) বাংলার উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে ২১ শে জুন।
৭) পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন হল ঘুম।
৮) বাংলার সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদী কে।
৯) ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে।
১০) পশ্চিমবঙ্গের করোনেশন ব্রিজ অবস্থিত তিস্তা নদীর উপর।
৯) পশ্চিমবঙ্গ আয়তনে ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।