Toothpaste Colour Code : টুথপেস্টের টিউবে থাকে বিভিন্ন রঙের সমাহার, এর আসল অর্থটি জানলে হবে আক্ষেপ

প্রতিদিনের অভ্যাসবশত ছোট থেকে বড় সকলেই নিয়ম করে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই যে কাজটি করেন তা হল দাঁত ব্রাশ করা। তবে ব্রাশ বা টুথপেস্ট এর টিউব হাতে নেওয়ার সময়েও অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেন না টিউবের ঠিক নীচের দিকে বিভিন্ন রং দেওয়া থাকে। মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সব রঙের কি আলাদা আলাদা কোন অর্থ রয়েছে? এই রঙনিয়ে কিন্তু নানা রকম প্রচারও রয়েছে। কিন্তু সত্যিটা জানার পরে আক্ষেপ হতে পারে অনেক। কারণ না জেনে আপনিও অনেক মানুষকে ভুল তথ্য পাঠিয়েছেন( Toothpaste Colour Code ) ।
সোশ্যাল মিডিয়ায় নানা কিছুই রটে। যার অনেকটা সত্য অনেকটাই ভুয়ো। ঠিক সেই ভাবেই একটা খুব চলতি বিষয় হোয়াটস্অ্যাপে ঘুরে বেড়ায় এক চ্যাট থেকে আরেক চ্যাটে। সেই খবরে বলা হয়, পেস্টের টিউবের নীচে ছোট আকারে কালো, নীল, সবুজ বা লাল, রঙের যে দাগ থাকে তা আলাদা করে টুথপেস্টের গুণমান বোঝায়। বলা হয়, এক এক ধরণের টুথপেস্টে এক এক রকম দাগ থাকে। যার মানেগুলো সম্পূর্ণ আলাদা। এই বিষয়ে বলা হয় যে সমস্ত টুথপেস্ট তৈরিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তার জন্য দেওয়া থাকে সবুজ রং। একই ভাবে পেস্ট যদি কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু ওষুধ ব্যবহার করা হয় তাহলে থাকে নীল রং। লাল রং থাকে যখন টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আর কালো রং থাকার মানে এই টুথপেস্ট তৈরিতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্যই ব্যবহার করা হয়। যদিও এমন ধারণার আদৌ কোনো সত্যতা নেই।
টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কলগেট তাদের ওয়েবসাইটে এই বিষয়কে কেন্দ্র করে জানিয়েছে, কোনও টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা আলাদা ভাবে ব্যবহার করা হয় না। উল্লেখ্য সব প্রাকৃতিক উপাদানই আসলে রাসায়নিক উপাদান। এছাড়াও সব মিলিয়ে রং নিয়ে যে প্রচার চালানো হয়, তা আসলে একদম ভুল। কোনও টুথপেস্ট উৎপাদনকারী সংস্থা টুথপেস্টের উপকরণ বোঝাতে ওই রং রাখে না। এই রং মূলত রাখা হয় উৎপাদন সংক্রান্ত বিশেষ কারণে। সংস্থায় পেস্টের টিউব তৈরির সময়ে টুথপেস্ট রাখার জায়গা কোথায় গিয়ে শেষ তা চিহ্নিত করতেই এরকম বিভিন্ন রঙের ব্যবহার হয়ে থাকে। ওই রং দেখা মাত্রই যন্ত্র বুঝতে পারে পেস্ট টিউবের ঠিক কোন জায়গায় সিল করতে হবে।
আরও পড়ুন : Shivaji jayanti: শিবাজী মহারাজের জন্মজয়ন্তীতে ভিড়ে উপচে পড়েছে দেশ, মানা কি হচ্ছে কোভিড বিধি