Valentine’s Day 2022: প্রেমের দিন নাকি এক নিস্ঠুর ইতিহাসের গল্প, জেনে নিন এই দিনের ইতিহাস

রিমা শিয়ালী, কলকাতা : ফেব্রুয়ারি মাস। সমগ্র বিশ্ব মেতে ওঠে প্রেমের আবহে। বাতাস জুড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে প্রেমের গন্ধ। গোটা বিশ্বের মানুষ নিজেদের প্রেম নিবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে একটি দিনের জন্য,১৪ ফেব্রুয়ারি। গোটা এক সপ্তাহ জুড়ে রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে ইত্যাদির পর আসে সকলের প্রিয় ভ্যালেন্টাইন ডে। কিন্তু সত্যিই কি ভালোবাসার জন্য আলদাভাবে কোনও দিনের প্রয়োজন পড়ে? অনেকে ভাবেন ভালোবাসার মানুষটি সাথে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইন ডে হয়। কিন্তু যারা নিজেদের ব্যক্তিগত জীবনে কেবল সময়ের অভাবের কারণে প্রতিদিন তাদের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন না, তারা হয়তো তাদের ভালোবাসা প্রকাশের জন্য ভ্যালেন্টাইন্স ডে কেই বেছে নেন। সকলেই জানে ভ্যালেন্টাইন্স ডে হল প্রেম নিবেদনের দিন। কিন্তু আদৌ কি জানেন কেন পালন করা হয় এই দিনটি? কি ছিল এই ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস?
Valentine’s Day 2022: ভ্যালেন্টাইনের নামেই ভ্যালেন্টাইন্স ডে
ইতিহাস এবং বিভিন্ন কিংবদন্তির পাতা ঘাটলে দেখা যায় সেইন্ট ভ্যালেন্টাইন নামে একজনের মৃত্যু বার্ষিকী পালন করার উদ্দেশ্যেই ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়। তিনি রোমে একজন খ্রিস্ট পুরোহিত ছিলেন যিনি ২৭০ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এবং পরে তার নামানুসারেই এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত হয়।
Valentine’s Day 2022: ইতিহাস
কিভাবে সমগ্র বিশ্বে ভ্যালেনটাইন্স ডে এর প্রচলন হয় এই নিয়ে কিংবদন্তি গুলিতেও বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ মনে করেন ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি হয়েছে ‘লুপারক্যালিয়া’ থেকে। এটি একটি রোমান উৎসব ছিল। রোমের মানুষের বিশ্বাস ছিল এই।উৎসবটি পালনের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পাবে। রোমান চার্চগুলির প্রচেষ্টায় এই উৎসবটি উদযাপন করা হতো। কৃষি দেবতা ফাউনাস এবং রোমের প্রতিষ্ঠাতা রমুলাস এবং রেমাসকে উৎসর্গ করে উৎসবটি পালন করা হতো।এতে কুকুর এবং ছাগলের বলিও দেওয়া হতো।উৎসবটি উদযাপনের সময় একটি লটারি ব্যবস্থার মাধ্যমে পুরুষ এবং মহিলাকে জুটিবদ্ধ করা হতো। জুটিবদ্ধ করা হলে আগামী এক বছর পর্যন্ত তারা একসাথে থাকতে পারতো। কিন্তু এর মধ্যে অধিকাংশ জুটি অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেত। পঞ্চম শতাব্দীর শেষে অবশ্য পোপ গেলাসিয়াস এই ‘লুপারক্যালিয়া’ উৎসবের দিনটিকেই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আখ্যায়িত করেছেন।
আরও পড়ুন-Bollywood News : বলিউড অভিনেত্রীদের মত সুন্দরী হতে চান! রইল ৫ নায়িকার সৌন্দর্যের রহস্যhttps://thebengalichronicle.com/bollywood-news-about-actress/
আরও পড়ুন-Jharkhand : এক হাজার নারীহত্যা, অপবাদে ডাইনিhttps://thebengalichronicle.com/jharkhand-witchcraft-slander/
আবার কারও মতে, রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এর আমলে সেনাবাহিনীতে কর্মরত সৈনিকরা বিবাহ করতে পারতেন না। কেননা রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস মনে করতেন অবিবাহিত সৈনিকরা বিবাহিত সৈনিকদের তুলনায় বেশি দক্ষ। ফলস্বরূপ তিনি দেশে এই আইন প্রবর্তন করেন যে কোন সৈনিক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তৎকালীন রোমান ধর্মযাজক সেইন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তখন তার কাছে এই আইন অন্যায় বলে বিবেচিত হয়। ফলে তিনি গোপনে সেনাবাহিনীর যে সকল সৈনিকরা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহ সম্পন্ন করতে থাকেন। শীঘ্রই দ্বিতীয় ক্লডিয়াস সেইন্ট ভ্যালেন্টাইনের এই কর্মের ব্যাপারে জানতে পারেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন। এ ছাড়াও অনেক জায়গায় শোনা যায় সেইন্ট ভ্যালেন্টাইন রোমে খ্রিস্ট ধর্ম প্রচার করতেন। এবং তৎকালীন সময়ে রোমে খ্রিষ্টধর্মের সেরকম কোনও প্রচলন না থাকায় দ্বিতীয় ক্লডিয়াস তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন করেন। কারাদণ্ডে থাকাকালে সেন্ট ভ্যালেন্টাইন নিজের চিকিৎসা দ্বারা এক কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হন এবং পরে মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের সম্পর্ক তৈরি হয়। ফলস্বরূপ মেয়েটির পরিবার খ্রিস্টধর্ম গ্রহণ করে। দ্বিতীয় ক্লডিয়াস এ ব্যাপারে জানতে পেরে সেইন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের প্রাককালে ওই মেয়েটির উদ্দেশ্যে ভ্যালেন্টাইন একটি চিঠি লেখেন যার নিচে লেখা ছিল—‘লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন’। এই ঘটনার আরো ২০০ বছর পর রোমে খ্রিষ্টধর্মের প্রবর্তন শুরু হয়। এবং সেইন্ট ভ্যালেন্টাইনের গল্প লোকমুখে প্রচার হয়। সেই থেকে আজও ১৪ ফেব্রুয়ারি দিনটিকে মানুষ ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে।