টিভির দিকে তাকাতেই মনে আতঙ্ক! টিভির আবছা ছায়ায় কে যেন বসে, ভাইরাল ভিডিও

রাখী পোদ্দার, কলকাতা : দুনিয়ায় এমন মানুষ আছেন যারা ভুতকে একটি কাল্পনিক ধারনা বলে মনে করেন। কিন্তু ভুত কিংবা আত্মাদের অস্তিত্বকে বিশ্বাস করেন এমন মানুষের সংখ্যাও নিছক কম নয়। অনেক মানুষ আছে যারা এই আত্মাদের অস্তিত্বকে খুঁজে বের আনেন সকলের সামনে। যাদের আমরা বলি ঘোস্ট হান্টার। ইন্টারনেটে এমন বহু ভিডিও আমরা আজকাল অনায়াসেই পেয়ে থাকি যেগুলো দেখে মাঝে মাঝে নিজের চোখকেই বিশ্বাস করে উঠা হয়ে দাঁড়ায় অসম্ভব। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেট মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় একটি মহিলা ভিডিও করার সময় খেয়াল করেন তাঁর সামনে রাখা বন্ধ করা টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে অন্য একজনের ছায়ামূর্তি। অথচ এই ক্ষেত্রে সব থেকে বিস্ময়কর ব্যাপার হল সেই সময় মহিলাটি সম্পূর্ণ একা ছিলেন বাড়িতে। আর এই ভিডিও শেয়ার করা মাত্রই মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। যা দেখে রীতিমতো হইচই পরে যায় নেটিজেনদের মধ্যে।
ভাইরাল ভিডিও ( Viral Video) তে দেখা যাচ্ছে যে, ঘরে একাই রয়েছেন মহিলা। অথচ বারবার ওই মহিলার ক্যামেরায় ধরা দিচ্ছে একটা অবয়ব। কিন্তু, সেটা কি বা কোথা থেকে এল, সেই প্রশ্নই সকলের মাথায় উঁকি দিয়ে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া সাইট ইউটিউবে ( You Tube) ভাইরাল হয়েছে এই আজব ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলার ক্যামেরায় ধরা পড়েছে একটি অবয়ব। কিন্তু ওই মহিলা জানিয়েছে সে একাই থাকে। তিনি তাঁর ভিডিওতে বলেন, আমি কি ট্রিপ করছি নাকি? টিভির প্রতিফলনে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার পাশে একজন পুরো ব্যক্তি বসে আছে।
এই ভিডিও দেখে নেটিজেনদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি ভূত বলে সত্যি কিছু রয়েছে? নাকি ওই মহিলা কোনও রকম কোনো কারসাজি করছে। অনেকে তো এই ভিডিওটিকে এটিকে হরর ফিল্ম ‘দ্য রিং’ ( The Ring) এর ভুতের চরিত্রের সাথেও তুলনা করেছেন। আবার অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটি এক কাটে দেখান। ফ্লিপ করবেন না বরং ক্যামেরাটি চারপাশে প্যান করুন।
ভাইরাল হওয়া সেই ভিডিও প্রথম পোস্ট করা হয় টিকটকে (TikTok)। এসমেরাল্ডা ( Esmeralda) নামের এক ইউজার @wonderwoman11 নামের একটি টিকটক প্রোফাইলে পোস্ট করেছে সেই ভিডিও। এরপর সেটি ভাইরাল হয় ইউটিউবে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার সাথে সাথেই তা দেখে আঁতকে উঠেছে নেটিজেনরা। এটা সত্যিই কি ভূতের কাণ্ড না, ওই মহিলার কোনও কারসাজি রয়েছে। সেই প্রশ্ন মানুষকে ভাবিয়ে তুলছে বারংবার।