Viral News : ভগবানের আসনে বসানো মা-বাবার মূর্তি, বর্ধমানের ব্যক্তি আজ সমাজের কাছে দৃষ্টান্ত

আমাদের দেশ ভারতবর্ষ এমন এক দেশ যেখানে ভিন্ন ভাষা ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে। নানা ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ভিন্ন ভিন্ন প্রকৃতির। তবে বাঙালিরা মূলত দেবী দেবতাদের পুজো করে থাকেন। ভারতবর্ষের যেকোনো প্রান্তে চলে যান না কেন ঠিকই কোনো এক মন্দির (Mandir) চোখে পড়েই যাবে। কিন্তু আজ এমন একজনের কথা আপনাদের জানাবো যিনি সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন( Viral News )। আজকালকার মর্ডান যুগে বিয়ের পর বৃদ্ধ বাবা-মাকে (Parents) বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন অনেকেই। আবার এমন পরিবারও রয়েছে যেখানে মা বাবা আছেন ঠিকই, তবে তাদের যোগ্য সন্মান নেই। তবে এই ছবিটা একেবারেই পাল্টে ফেলেছেন এক ব্যক্তি। মন্দিরে সাধারণত দেবী দেবতাদের পুজো হয় এমনটাই জানি আমরা সকলে। তবে এবার সমাজের সেই ধারণা পাল্টে দিয়ে নিজের ভগবান সমতুল্য মা বাবাকেই ভগবানের আসনে বসিয়ে পুজো করছেন এক ব্যক্তি। কে তিনি? জানতে ইচ্ছা করছে নিশ্চই! আজ তার সম্পর্কেই জানাবো আপনাদেরকে।

Viral News

ভগবান যদি থাকে তাহলে সেটা হল মা বাবা

সকলের থেকে খানিটা আলাদা এই ব্যক্তি হলেন কামিনী বিশ্বাস। বর্ধমানের (Burdwan) পুলিশ লাইন এলাকার বাসিন্দা বিশ্বাসবাবু। তিনি মনে করেন ভগবান যদি থাকে তাহলে সেটা হল মা বাবা। তাই মা বাবাকেই ভগবানের আসনে বসিয়ে পুজো করছেন তিনি। এমনকি মা বাবার পুজোর জন্য তৈরী করেছেন আস্ত মন্দির।

মা বাবার মূর্তিকেই পরম ভক্তি করে পুজো করেন বিশ্বাসবাবু

Viral News

পেশায় ব্যাঙ্ক কর্মী ছিলেন বিশ্বাসবাবু, তবে বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। মা বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এমন অভিনব প্রয়াস করেছেন বিশ্বাসবাবু ও তাঁর স্ত্রী। সুন্দর করে তৈরী মন্দিরের মাঝেই রয়েছে মা বাবার আদলে তৈরী মূর্তি। সেটিকে চারিদিক থেকে কাঁচের আবরণ দিয়ে ঘিরে রাখা হয়েছে। মা বাবার মূর্তিকেই পরম ভক্তি করে পুজো করেন বিশ্বাসবাবু। তবে, শুধুমাত্র মা বাবার নামে মন্দির (Parents Temple) তৈরী করেই থেমে যাননি তিনি। মন্দিরের সাথে চালু করেছেন দাতব্য চিকিৎসালয়। এতে যেমন তিনি নিজে মা বাবার নাম উজ্জ্বল করতে পারলেন তেমন হাজারো মানুষ উপকৃত হল। অভিনব এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে সকলেই।

আরও পড়ুন : UP Police : “ঝুঁকেগা নেহি” ফিল্মি কায়দায় পাচারকারীদের পাকড়াও করলো ইউপি পুলিশ




Leave a Reply

Back to top button