পরনে বেনারসি, মাথায় মুকুট, কলকাতা মেট্রোয় চড়ে বসলেন ‘মা দুর্গা’, ভাইরাল একরত্তির ভিডিও

ছোট্ট ছোট্ট হাত। ছোট্ট ছোট্ট পা। বয়স বড়জোড় ৩ কি ৪। পরনে তুঁতে রঙের বেনারসি। মাথায় মুকুট, টিকলি, আবার ঘোমটাও আছে।

ছোট্ট ছোট্ট হাত। ছোট্ট ছোট্ট পা। বয়স বড়জোড় ৩ কি ৪। পরনে তুঁতে রঙের বেনারসি। মাথায় মুকুট, টিকলি, আবার ঘোমটাও আছে। গা ভর্তি গয়না পরে ছুটে বেড়াচ্ছে কলকাতা মেট্রোয়। সকাল সকাল এমন দৃশ্য দেখে অবাক যাত্রীরা। কী হল ব্যাপারটা? অফিস টাইমের ভিড়ে এ যেন টাটকা বাতাস। চোখ জুড়ানো দৃশ্য দেখে অনেকে আবার বলছেন, ‘দুগ্গা এলো’।

সকালে চোখে মুখে কিছু গুঁজেই দৌড়। সময়ে অফিস ঢুকতে হবে। নাহলেই লাল কালির ঢ্যাঁড়া। এই সময় তাই অফিসবাবুরা খুব ব্যস্ত। কোনও দিকে চাইবার ফুরসতও পান না। সেখানে সব আলো কেড়ে নিল এই একরত্তি দুর্গা। সাধারণ যাত্রী থেকে অফিসবাবু, শুধু চেয়েই থাকলেন। দুনয়ন ভরে দেখলেন মা’কে। কেউ কেউ আবার ছবিও তুললেন। ভিডিও বানালেন। হ্যাঁ, ছোট্ট দুর্গার সঙ্গে সেলফিও নিলেন। সে এক হইহই ব্যাপার।

Kolkata Metro,Little Girl,Ma Durga,Viral Video

সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওই ভাইরাল হয়। আঠার মতো সে সবে চোখ আটকে থাকে আমজনতার। বাসে, ট্রামে, মেট্রোয় হাতে মোবাইল নিয়ে শুধু স্ক্রোল। একের পর এক ভিডিও। ফেসবুক, ইনস্টাগ্রাম – সব জায়গায় একই গল্প। কিছু ভিডিও মন ভালো করে দেয়। কিছু ভিডিও আবার শিক্ষামূলক। কিন্তু এমন ‘একরত্তি দুর্গা’র ভিডিও কেউ কখনও দেখেনি আগে। kolkata_oikkotaan নামের একটি পেজ থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় পড়তে না পড়তেই ভাইরাল। ৫ লাখের বেশি ভিউ।

পোস্টের নীচে কমেন্টের বন্যা। এমন ‘মিষ্টি দুর্গা’র ভিডিও দেখে বাক্যিহারা নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘কী মিষ্টি কী মিষ্টি’। তো কারও কন্ঠে শুধুই মুগ্ধতা, ‘ওমা ছোট্ট দুর্গাটা কী মিষ্টি! সেরা রিল’। আরেকজন তো আবার ‘ওকে তুলে নিয়ে আমার বাড়ি চলে আসব’ লিখে দিয়েছেন। মোটামুটি ‘কী সুন্দর’ আর ‘মিষ্টি দুর্গা’তেই ভরে গিয়েছে কমেন্ট বক্স। কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘মা একা কেন? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশরা কোথায়’?




Leave a Reply

Back to top button