World Wildlife Day : বিশ্ব বন্যপ্রাণী দিবসে জেনে নিন ভারতের কিছু বিরল প্রজাতির কথা, কোথায় রয়েছে তারা? দেখে নিন এক নজরে

অঙ্কিতা চক্রবর্তী, কলকাতা : প্রতিবছর মার্চের ৩ তারিখে বিশ্বব্যাপী পালিত হয় বন্যপ্রাণী দিবস ( World Wildlife Day) । এই বিশেষ দিনটি পালনের উদ্দেশ্যে হল, পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীকূলের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরীর মাধ্যমে তাদের শিক্ষিত করে তোলা। পাশাপাশি এও বোঝানো যে আমাদের বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে গেলে বন্যপ্রাণ সংরক্ষণ ঠিক কতটা প্রয়োজন। উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে সহাবস্থান বজায় রাখতে বন্য প্রাণ সংরক্ষণ একান্ত প্রয়োজনীয়। জেনে নেওয়া যাক ভারতের কয়েকটি বিরল প্রাণীর নাম এবং কোথায় দেখা মিলবে তাদের –
এশিয়াটিক সিংহ
এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিড়াল প্রজাতি প্রাণী যা গুজরাটের গির অভয়ারণ্য পাওয়া যায় বহু বছর আগে এই এশিয়াটিক সিংহ নামের প্রাণীরা মধ্যপ্রাচ্য এবং ভারতের উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে ছিল তবে বর্তমানে ক্রমেই তা পরিণত হচ্ছে বিরল শ্রেণীর প্রাণীতে।
তুষার চিতা বা Snow Leopard
এই ভয়ানক প্রজাতির চিতা, যা নাকি ‘আউন্স’ নামেও পরিচিত, এর দেখা মেলে অরুণাচল প্রদেশের দিবাং বন্যপ্রাণী অভয়ারণ্য হিমাচল প্রদেশের হিমালয় ন্যাশনাল পার্ক এবং নন্দাদেবী ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে। খুবই দ্রুত বিরল শ্রেণীতে পরিণত হচ্ছে এই তুষার চিতা। বর্তমানে এই সংখ্যা কমতে কমতে প্রায় ১০,০০০-এ পৌঁছেছে বলে জানা যায়।
মণিপুরের সাংগাই হরিণ
ব্রো-এন্টলার্ড নামে একটি বিপন্ন প্রজাতির হরিণ হল মনিপুরের এই সাংগাই হরিণের মনিপুরের লোকটাক হ্রদ এর কাছে কেইবুল লামজাও (Keibul Lamjao) জাতীয় উদ্যানে দেখা মেলে। এই শ্রেণীর হরিণের খোঁজ কেবল মণিপুরেই পাওয়া যায়।
নীলগিরি মার্টেন
দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ে বাস করার জন্য এই বিরল প্রজাতির প্রাণীর নাম নীলগিরি মার্টেন। নীলগিরি পর্বত ছাড়াও তামিলনাড়ুর আন্নামালাই টাইগার রিজার্ভ অঞ্চলে এবং কেরালার নেই আর অভয়ারণ্য ও মার্টেনের হাব। কিন্তু বর্তমানে সর্বসাকূল্যে ১০০০টি মার্টেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং সেই কারণেই এটি পরিণত হচ্ছে বিরলতম প্রাণীতে।
সিংহের লেজ যুক্ত মাকাক বা ওয়ান্ডারু
ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, কেরালার শেনডর্নি অভয়ারণ্যে দেখা মেলে বিরল প্রাণীর। পৃথিবীর বিরলতম প্রাইমেটদের মধ্যে একটি এই শ্রেনীর বানর।
একশৃঙ্গ গন্ডার
বন্যপ্রাণ চোরাচালান এবং তাদের ঘিরে অবৈধ ব্যবসার ভোলে দ্রুতই বিলুপ্ত হচ্ছে একশৃঙ্গ গন্ডার। তবে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, পবিতোরা বন্যপ্রাণ সংরক্ষণ প্রকল্প এবং উত্তরপ্রদেশের দুধওয়া টাইগার রিজার্ভ প্রকল্পে এখনও দেখা মেলে তার। প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ৬৮তম অধিবেশন চলাকালীন এই বিশেষ দিনটিকে ( World Wildlife Day) স্বীকৃতি দেয় ইউনাইটেড নেশনস্ (The UN)। চলতি বছরের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারের জন্য মূল প্রজাতিদের পুনরুদ্ধার করা’। অসংখ্য বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের সংরক্ষণের উদ্দেশ্যেই এই বছরের থিম নির্ধারিত হয়েছে।