বিশ্বের সবথেকে দামি জল পান করেন নিতা আম্বানি, দাম শুনে চক্ষু চড়কগাছ হবে আপনারও

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির স্ত্রী তিনি (Nita Ambani)। মুকেশ আম্বানি পত্নীর লাখ টাকার ডিজাইনার ব্যাগ বা পোশাক হামেশাই নজর কাড়ে। মুম্বই ইন্ডিয়ান্স টিমের মালকিন সম্পর্কে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক তথ্য। তিনি (Nita Ambani) নাকি বিশ্বের সবচেয়ে দামি জল পান করেন (Nita Ambani Water Price)।

২০ বছর বয়সে ১৯৮৫ সালে মুকেশ আম্বানির সাথে বিয়ে হয়েছিল নীতার (Nita Ambani)। তারপর থেকেই বদলে গিয়েছে নীতা আম্বানির (Nita Ambani) জীবনযাত্রা। আম্বানি পরিবারের কথা উঠলেই সবার কল্পনাতেই আসে বিলাসবহুল বাড়ি গাড়ি ও লাক্সারি জীবনযাপন। নীতা আম্বানির বাড়ির প্রায় সবকিছুই সোনায় মোড়া। তিনি প্রায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন, নিজের রাজকীয় জীবনযাপন এবং বিলাসবহুল শখের জন্য। প্রায় সোশ্যাল মিডিয়াতে আলোচনার টপিক হয়ে ওঠে আম্বানি পরিবারের কোটি টাকার শাড়ি বা লাখ টাকার চা বা যেকোনো বহুমূল্যবান ব্র্যান্ডেড জিনিসপত্র।

আরও পড়ুন কুৎসিত মেয়েকে বিয়ে করতে লাগে পণ! পাঠ‍্যবইয়ে ছাপায় উত্তেজনা চরমে

তবে সম্প্রতি নীতা আম্বানি (Nita Ambani) সম্পর্কে এমন এক কথা শোনা গিয়েছে, যাতে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়েছে সাধারণ মানুষের। মানুষের বেঁচে থাকতে গেলে জলের ভূমিকা অপরিসীম। সিংহভাগ মানুষ কোনো অর্থ না ব্যয় করেই খাবার জল জোগাড় করেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে দামি জলপান করেন নীতা আম্বানি (Nita Ambani)। তাঁর ব্যবহার করা ব্র্যান্ডের ১ লিটার পানীয় জলের দাম এবং বিশেষত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নীতা আম্বানি (Neeta Ambani)যেই জল পান করেন তার ৭৫০ ml বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে এক বোতল জলের দাম প্রায় ৪০ লাখ টাকার বেশি।

আসলে নীতা আম্বানি তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখেন। তাই তো প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ হয় জল কিনতে (Nita Ambani Water Price)। বহুমূল্যবান এই জলের কোম্পানির নাম, “Aqua Cristalo Triboto”। এই জলের বোতল খাঁটি সোনা দিয়ে তৈরি। এছাড়া জলে ৫ গ্রাম সোনার নির্যাস মেশানো হয় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এইজন্যই এই কোম্পানির জলের দাম এত বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি নীতা আম্বানি তার প্রত্যেকদিন শুরু করেন ৩ লাখ টাকার চা পান করে।

যে পরিমাণ অর্থ রোজগার করতে গিয়ে অনেকেরই কালঘাম ছোটে এদেশে, সেই পরিমাণ অর্থমূল্যের  জল এক চোখের কয়েক পলকেই শেষ করে ফেলেন নীতা । যেখানে মানুষের দিন আনি দিন খায় অবস্থা, সেখানে এই ধরনের বিলাসিতা যেন অনেকটা সাধারণ মানুষের ভাঁড়ার থেকেই যাচ্ছে সেটা আর বলে দিতে হয়না। মোবাইলের রিচার্জের দাম দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের পকেট কেটে আর কতদিন নিজের স্বাস্থ্যের নাম করে টাকা খরচা করবেন কোটিপতিরা? উত্তর অধরা। 

আরও পড়ুন ‘দাদাগিরি’র মঞ্চে হাজির বাংলার জিভে জল আনা ‘দাদা-বৌদি’ বিরিয়ানি, নামকরণের রহস্য সমাধান করলেন দাদা




Leave a Reply

Back to top button