১) কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমে প্রতিবেদনে জানা যায় বিরাট পত্নী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা।
২) কিন্তু এবার সেসব রটনা উড়িয়ে সোজা ভারত পাক মহারণের গ্যালারিতে উপস্থিত হলেন অভিনেত্রী। অন্যদিকে উপস্থিত ছিলেন গায়ক অরিজিৎ সিংও।
৩) গ্যালারিতে থাকা অনুষ্কাকে দেখেই খেলা ফেলে ক্যামেরায় তাক করলেন অরিজিত। আবার অরিজিতের ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোস্ট দিলেন অনুষ্কাও।
৪) অরিজিৎ ও অনুস্কার এই কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন অনুরাগীরা। যদিও অভিনেত্রী অন্তঃসত্ত্বা কিনা সেই রটনায় ধোঁয়াশাই রয়ে গেল।
Follow us on
Back to top button