১) টলিপাড়ার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বিবৃতি চ্যাটার্জি। মাঝেমধ্যেই মডেল ফটোশ্যুটে নজর কাড়েন তিনি।
২) এরমধ্যে তাঁর বেশ কয়েকটি ছবি নজর কাড়ে দর্শকদের। যেখানে রঙিন ব্যাকগ্রাউন্ডে সাদা কালো পোশাকে ধরা দিলেন বিবৃতি।
৩) একটি ছবিতে ঢিলেঢালা টপ আর কালো শাড়িতে হাতে টানা রিক্সায় বসা বিবৃতি যেন প্রাচীন কলকাতার গল্প বুনছেন।
৪) আবার অপর ছবিতে খোলা বারান্দায় আঁচল উড়িয়ে গান ধরেছেন তিনি। হাতে তাঁর গিটার।
৫) সবকটি ছবি নজর কেড়েছে দর্শকদের। এক কথায় ‘বিবৃতিতে’ মজেছে নেটপাড়া।
Follow us on
Back to top button