মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন টলি ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। কিছুদিন আগেই তৃণা-সোহিনীর ঝগড়া আসে শিরোনামে।
1/6
শ্যুটিং ফ্লোরে বচসার করে বেরিয়ে যান তৃণা। এরপর ক্রমশ জটিল হতে থাকে সেটের পরিস্থিতি।
2/6
তবে সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জিতু কমলের সঙ্গে ইগোর লড়াই বাঁধল সোহিনীর।
3/6
তাঁকে নিয়ে বিতর্ক হলেও তাতে গুরুত্ব দেননি অভিনেত্রী। তবে এবার প্রসঙ্গ উল্লেখ করে মুখ খুললেন সোহিনী।
4/6
এক সাক্ষাৎকারে সোহিনীর স্পষ্ট মন্তব্য, জিতুকে নিয়ে তাঁর ব্যাপারে যা রটেছে তা সম্পূর্ণ মিথ্যে। তিনি অকপটে বলেন, বলুন তো অহংবোধ কিংবা আত্মমর্যাদা কার নেই? জীবনে সমস্যাই বা কার নেই?
5/6
তাঁর কথায়, আমরা যদি সমস্যাগুলো নিয়ে ফ্লোরে ঢুকি তবে তা দর্শকদের সঙ্গে প্রতারণা করা হবে। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, সমস্যা যাই থাকুক তাকে বাইরে ফেলে আসতেই বিশ্বাসী তিনি।