৩) কিন্তু মহাপর্বের চমক আগেই প্রকাশ্যে আসতে কিছুটা মন ভাঙলো দর্শকদের। যেখানে দেখা যাচ্ছে লরির ধাক্কায় আহত হয়েছেন অভিনেত্রী দীপা।
3/5
৪) জানা যাচ্ছে, ধামাকা পর্বে দেখানো হবে দীপা তাঁর দুই মেয়ে সোনা-রূপাকে না পেয়ে কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। আর সে সময় অন্যমনস্ক দীপাকে ধাক্কা মারে ছুটে আসা এক লরি। আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে দীপা।
4/5
৫) এরপর কী হবে? আদৌ কি মিল হবে সূর্য-দীপার? জানতে হলে নজর রাখুন স্টার জলসার পর্দায়।