১) দর্শকদের হার্টথ্রব থেকে স্টাইল আইকন প্রথমেই নাম আসে অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun)।
২) লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে বরাবরই ভালোবাসেন তিনি। তাঁর ক্লাসি লুকে কাত হন অনুরাগীরা।
৩) তাঁর সাজপোশাকের আভিজাত্য ফোটে সাদাকালো ছবির পর্দায়। অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রয়েছে এমনই কিছু নজরকাড়া অ্যালবাম।
৪) কখনও উদয়পুরের রিসেপশন পার্টি তো কখনও ব্ল্যাক হুডি, কখনও জন্মদিনে ফায়ার ক্যান্ডেল হাতে তো কখনও সিম্পল ক্যাজুয়াল লুক। সাদাকালো ছবিতেই নজরকাড়া তিনি।
৫) প্রতিটি ছবিতে তাঁর অ্যাপিয়ারেন্স দেখে বলতেই হবে, মনোক্রমে তাঁর জুড়ি মেলা ভার
Follow us on
Back to top button