১) পুরনো কথা ফাঁস করলেন রনবীর কাপুর। ছোট বেলার এক স্মৃতি এখনও মনের মধ্যে রয়ে গিয়েছে তাঁর।
২) ছোটবেলায় বেশ দস্যি ছিলেন অভিনেতা রনবীর। একবার ক্লাস থেকে পালানোর সময় স্কুলের অধ্যক্ষের হাতে ধরা পড়ে যান তিনি।
৩) হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন রনবীর। আর সেই সময়ে তিনি ধরা পড়ে যান।
৪) অধ্যক্ষ সেই অবস্থাতেই রনবীরের গালে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন। যার শব্দ এখনও মনে রয়ে গিয়েছে তাঁর।
৫) আজও ছোটবেলার কথা মনে পড়ে অভিনেতার। সাক্ষাৎকারে তারই এক ঝলক শোনালেন তিনি।
Follow us on
Back to top button