১) পথের পাঁচালী (Pather Panchali) সত্যজিৎ রায়ের হাতে গড়া ‘পথের পাঁচালী’ বাংলা ও দেশীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ নিদর্শন। অপু-দুর্গার গল্পের গড়ন মন জয় করে আপামর বিশ্ববাসীর। ‘অস্কার অ্যাওয়ার্ড’-সহ একগুচ্ছ সন্মানে ভূষিত হয় সিনেমাটি।
1/5
২) অপরাজিত (Aparajito) ‘পথের পাঁচালীর’ ধারাবাহিকতা নিয়ে নির্মিত সত্যজিৎ রায়ের অপরাজিত বিশ্বমানের খ্যাতি অর্জন করে।
2/5
৩) আর আর আর (RRR) এসএস রাজামৌলির ছবি ‘আর আর আর’-এর ‘নাটু নাটু’ গানটি পঁচানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে অস্কার পুরস্কারে ভূষিত হয়। কিছুদিন আগেই এই ছবি ভারতীয় চলচ্চিত্রের মুকুটে জুড়েছে নতুন পালক।
3/5
৪) দ্য লাঞ্চবক্স (The lunchbox) ইরফান খান অভিনীত ছবি ‘দ্য লাঞ্চবক্স’ বিশ্ব দরবারে স্বীকৃতি পায়। বিশ্বমানের খ্যাতি অর্জন করে এই ছবি।
4/5
৫) দু বিঘা জমি (Do Bigha Zameen) পরিচালক বিমল রায়ের হাতে গড়া ‘দু বিঘা জমি’ সিনেমাটি ছিল প্রথম বাংলা ছবি যেটি Cannas Film Festival ১৯৫৪ তে আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।