১) চিরকালই নিজের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অকপট স্যান্ডি সাহা! নিজের গে সত্ত্বাকে কোনোদিনও লুকিয়ে রাখেন নি তিনি।
1/5
২) সম্প্রতি নিজের মনের মানুষের কথা অকপটে স্বীকার করলেন স্যান্ডি। তিনি যে প্রেমে পড়েছেন তাও জানালেন হেসে।
2/5
৩) আরটিভি-কে দেওয়া এক সাক্ষাতকারে স্যান্ডি জানিয়েছেন, বাংলাদেশে এসে তাঁর একজনকে ভালো লেগেছে। সে ঢাকার মানুষ। তাঁর কথায়, “সত্যি বলতে যাকে বলে প্রেমে পড়া”।
3/5
৪) এরপরই স্যান্ডি খোলসা করেন তাঁর নাম। তিনি বলেন,” এতদিন বলতাম আমি হিরো আলমের বউ, সম্পর্কটা যদি পরে সফল হয় তবে সত্যিই বাংলাদেশে ভাবী হতে পারবো আর সে কলকাতার জামাই হবে।
4/5
৫) তবে এখনই নিজের প্রেমিকের নাম প্রকাশ করতে চাইলেন না স্যান্ডি। তাঁর কথায়, সম্পর্ক ঠিক পথে এগোলে শিগগির সবটা জানাবো।