১) ধারাবাহিকের টিআরপি লিস্টে ফের একগুচ্ছ চমক। সূর্য-দীপার দুরত্ব মিটতেই শীর্ষ স্থানে ‘অনুরাগের ছোঁয়া’।
২) ৮.৪ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’। দীপার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে জগদ্ধাত্রী।
৩) ৭.৮ নম্বর পেয়ে পেয়ে ‘ফুলকি’ ও ৭.৭ নম্বর পেয়ে ‘নিম ফুলের মধু’ শুরু করল হাড্ডাহাড্ডি লড়াই।
৪) টিআরপি লিস্টে পরপর থেকে জনপ্রিয়তার দৌড়ে সামিল হল ‘রাঙা বউ’, সন্ধ্যাতারা, ও ‘কার কাছে কই মনের কথা’।
৫) খানিকটা ছিটকে থেকে যুদ্ধে নামার প্রস্তুতিতে ‘খেলনা বাড়ি’, ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘হরগৌরী পাইস হোটেল’।
Follow us on
Back to top button