১) বর্তমানে বাংলা ধারাবাহিকের জগতে অন্যতম জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী। প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় টক্কর দিচ্ছে এই ধারাবাহিক।
২) নিত্যনতুন কেস সলভ আর রহস্যের জট খুলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
৩) আর এবার নতুন কেস নিয়ে হাজির ‘জগদ্ধাত্রী’। বৈরাগী বাড়ির কৃষ্ণ মূর্তি চুরি হয়েছে জন্মাষ্টমীর দিন। তারই তদন্ত চলবে এবার।
৪) গল্পের গতি কোনদিকে এগোয় আর রহস্যের সমাধান কিভাবে হয়, তা জানতে উদগ্রীব দর্শক।
৫) কী চমক দেবে জগদ্ধাত্রী? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
Follow us on
Back to top button