মহাদেবের আশীর্বাদে সফল হবে ব্যবসা থেকে প্রেম, জেনে নিন আপনার আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা: জ্যোতিষ বিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাশিফল। জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন সময়কাল নির্ধারণ করে এই রাশিফল গণনা করা হয়। এই রাশিফলে সাধারণত আপনার স্বাস্থ্য, সমৃদ্ধি, প্রেম, বৈবাহিক জীবন, চাকুরি ও পেশা এর মতো মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিবেচনা করা হয়। কেমন কাটবে আপনার আগামী দিন, কোন কোন উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন, কোন কোন বাধা আপনার সামনে আসতে চলেছে এই সমস্ত জানতে হলে, আজ সোমবার ২ রা মে (১৮ বৈশাখ) ২০২২ দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনার গুরুদেবের প্রতি ভক্তি বাড়বে। ব্যবসায়ে উন্নতির চেষ্টা করুন। প্রেমে অশান্তির আশঙ্কা রয়েছে। শুভ কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। নিজের মতানুসারে চলা নিয়ে সংসারের অশান্তি বাড়বে। বাঁকা পথে আয়ে সমস্যা দেখা দিতে পারে। আজকের আপনার শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনার নম্র ব্যবহারের জন্য কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। নিজের ভুল অপব্যয় হতে পারে। হঠাৎ কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। বাসস্থানের পরিবর্তন নিয়ে আলোচনা। সুন্দরী মহিলার প্রতি দুর্বলতা তৈরি হবে। সাময়িক অসুস্থতায় কষ্ট পাবেন। আপনার শুভ রং সাদা।
আরও পড়ুন ….প্রচন্ড বৃষ্টিতেও মন্দিরে পুজোয় ব্যস্ত বৃদ্ধ, ভক্তির এই নজির দেখে হতবাক নেটপাড়া
আরও পড়ুন ….কেমন কাটবে গোটা দিন! কাজে বেরানোর আগে অবশ্যই দেখুন আজকের রাশিফল
• মিথুন রাশি
আজ আপনার প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে। ভাই-বোনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। নতুন ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। সারাদিন বেশ উৎফুল্লতায় কাটবে।কাছাকাছি কোথাও ভ্রমনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ আপনি নিজের ভুলে কর্মক্ষেত্রে খারাপ পরিস্থিতির স্বীকার হবেন। সন্তানের কাজে গর্ববোধ করবেন। বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে। সম্পত্তি নিয়ে আইনি সহায়তা নিতে হতে পারে। বাড়ির শুভ কাজে আপনার অর্থ ব্যয় হতে পারে। আপনার আজকের শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ জলপথে ভ্রমন থেকে দূরে থাকুন। লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা হতে পারে। বিশেষ কাজের জন্য সমাজে মর্যাদা লাভ হতে পারে। বাবার সঙ্গে কোনওএক বিষয় নিয়ে বিবাদ হতে পারে। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা বজায় থাকবে। আপনার আজকের শুভ রং কমলা।
আরও পড়ুন ….বাড়িতে লাফিং বুদ্ধ, চরম আর্থিক ক্ষতির সম্ভবনা! জেনে নিন মূর্তি রাখার সঠিক দিক
• কন্যা রাশি
আজ আপনার প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা রয়েছে। কোনও এক তৃতীয় ব্যক্তির কারণে সংসার থেকে দূরত্ব বাড়বে। ব্যবসায় লগ্নি করলে উন্নতির যোগ রয়েছে। বুদ্ধির বলে জয় পাবেন। কাজের ভুলে কর্মক্ষেত্রে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরী হতে পারে। আপনার শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ আপনার প্রেমে বিশ্বাসঘাতকতা হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। সহকর্মীর ক্ষোভ প্রকাশ করায় অশান্তি বাড়বে। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন না। বন্ধু সমাগমে মন উৎফুল্ল থাকবে। অযথা কোনও বিষয় নিয়ে কথা বলবেন না। আজ আপনার শুভ রং সাদা।
• বৃশ্চিক রাশি
আজ আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। লোভ করা থেকে বিরত থাকুন। আজ কোনও ভালো উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সন্তানের দিকে নজর দিতে হবে। সংসারে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে। সকালটা ভালো কাটলেও বিকেলটা কষ্টদায়ক হবে। আপনার শুভ রং কালচে লাল।
• ধনু রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে অন্যদিনের তুলনায় চাপ বেশি থাকবে। বাড়িতে নতুন অতিথি আসা নিয়ে আনন্দ পাবেন। বুদ্ধির জোরে শত্রু দমনে সক্ষম হবেন। বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ।
• মকর রাশি
আজ আপনি ভ্রমন পরিকল্পনা থেকে বিরত থাকুন। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। উচ্চশিক্ষায় সুযোগ আসতে পারে। বাড়তি খরচের কারণে মানসিক চাপ বাড়বে। অতিরিক্ত আবেগের কারণে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে মন্দা আসতে পারে। আশা পূর্ণ না হওয়ায় মানসিক চাপ বাড়বে। আজ আপনার শুভ রং নীল।
• কুম্ভ রাশি
আজ আপনি কোনও আইনি কাজ থেকে সাবধানে থাকুন। আত্মীয়দেরসঙ্গে শত্রুতা হতে পারে। ব্যবসায় অশান্তির আশঙ্কা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ভ্রমণ পরিকল্পনা নষ্ট হতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল।
• মীন রাশি
আজ আপনার ব্যবসায় চিন্তা বাড়বে। পরিশ্রমের ফল পাবেন না। নিকট বন্ধুর কাছ থেকে আঘাত পাবেন। মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। কোনও নিকট আত্মীয়ের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করতে হতে পারে। শিল্পীদের জন্য আজকের দিনটা খুব শুভ। সাবধানে চলাফেরা করুন, আইনি জটিলতায় জড়ানোর সম্ভাবনা রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং।