শিক্ষা থেকে কর্মজীবন সপ্তাহ শেষে কার ভাগ্যে সফলতা! জেনে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ শুক্রবার ২০ শে মে (৫ ই জৈষ্ঠ্য) ২০২২। সপ্তাহের শেষ লগ্নে এসে জানতে চান কার হাতে আসতে চলেছে সফলতার চাবিকাঠি। শিক্ষা না স্বাস্থ্য, ব্যবসা না চাকরি কোন পথে গেলে আপনি হবেন সফল আর কোন পথে গেল আপনি হবেন ব্যর্থ। কার দাম্পত্য জীবনে আসবে সুখের বাতাবরণ আর কার প্রেমে আসবে সফলতা। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার সকাল সকাল সন্তানের প্রতি অর্থ ব্যয় হতে পারে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। গান বাজনার ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী এর কোনও কাজের দরুণ মানসিক শান্তি আসতে পারে। কোনও এক বিষয় বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও স্ত্রী জাতির দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। মানসিক চাপ সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

20c13

আরও পড়ুন ….“একদিন পাব খাঁটি ভালোবাসা”, পল্লবীর বিদায়ে কানে বাজে Didi No 1-এর মঞ্চে তাঁর শেষ বক্তব্য
আরও পড়ুন ….তবে আবার কি সেরার সেরা মিঠাই? কী বলছে এই সপ্তাহের TRP লিস্ট

• মিথুন রাশি
আজ মাত্রাতিরিক্ত বিলাসিতার কারণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় মানসিক শান্তি আসার সম্ভাবনা রয়েছে। বিবাহ সংক্রান্ত আলোচনা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। খেলাধূলার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে। ভ্রমণ পরিকল্পনা থেকে বিরত থাকুন। কোনও এক বিষয় নিয়ে সম্মান হানির আশঙ্কা রয়েছে। বাড়ির গুরুজনদের সঙ্গে হওয়া বিবাদ নিয়ে মানসিক অশান্তি তৈরি হতে পারে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। কোনও এক বিষয় নিয়ে গুরুজনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। পুরোনো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

20c14

আরও পড়ুন ….যিশুর বদলে আবার আবিরকে নিয়েই শুরু হতে চলেছে ‘সা রে গা মা পা’:কারা থাকছেন বিচারকের আসনে, দেখে নিন

• কন্যা রাশি
আজ কর্মক্ষেত্রে ক্ষোভের সৃষ্টি হতে পারে। কাজে ভুলের দরুন মানসিক চাপ বাড়তে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনে বিবাদ সৃষ্টি হতে পারে। শত্রু দমনে সক্ষম হবেন। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ অতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন নিকট বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায় আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা কম। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। পড়াশোনার ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা কম। জমি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা শুভ নয়। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ আপনার ব্যবসায় সফলতা আসার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আশা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ আপনি ভ্রমণ করে আনন্দ পাবেন। আইনি কার্যে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক সেবামূলক কাজ করে মানসিক শান্তি পাবেন। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। বাড়িতে সুসংবাদ আসতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও অচেনা ব্যক্তির দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। ভ্রমণ পরিকল্পনা থেকে বিরত থাকুন। কৃষি ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার কোনও শত্রুর দরুন ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা রয়েছে। স্ত্রী এর কারণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ভুল কাজের দরুন মানসিক চাপ বাড়তে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনি ব্যবসায়ের উন্নতির যোগ রয়েছে। ভুল কাজের দরুন কর্মক্ষেত্রে সম্মানহানির আশঙ্কা রয়েছে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button