সোমবারে কোন কোন রাশি পাবে মহাদেবের আশির্বাদ, আর কারই বা কপালে দূর্গতি! জেনে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ, সোমবার। ১৬ ই মে (১ লা জৈষ্ঠ্য) ২০২২। বুদ্ধ পূর্ণিমার শুভ মুহূর্তে এবং মহাদেবের আশীর্বাদে কার হাতে আসবে সাফল্যের চাবিকাঠি, কার হাতে শুধুই ব্যর্থতা। কে হবে বিপুল সম্পদের মালিক আর কে হবে সর্বহারা। চাকুরি জীবী দের কি কি উন্নতি হতে চলেছে আর ব্যবসায় কি কি উন্নতি হতে চলেছে। জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অতি সতর্কতার অর্থ ব্যয় করবেন। পুরোনো ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনি আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে জট কাটাতে পারে। ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। কোনও কারণে কাজের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

16c12

আরও পড়ুন ….Rabindra Sarbar: ‘দক্ষিণ কলকাতার ফুসফুস’ রবীন্দ্র সরবর, জানেন কি তার ইতিহাস
আরও পড়ুন ….বিপ্লব দূরে রেখে বিতর্কেই ভেসেছেন বিপ্লব দেব, এক নজরে তাঁর বিতর্কিত পাঁচ উক্তি

• মিথুন রাশি
আজ ব্যবসায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে লাভবান হবেন। যানবাহন পরিবহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানকে নিয়ে মানসিক চাপ বাড়বে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। হঠাৎ কোনও বিবাদের সম্মুখীন হতে পারেন। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম হতে পারে। আর্থিক সংকটের কারণে সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্ক সুখের হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ কোনও ভালো কাজের সন্ধান পেতে পারেন। সংসারে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গীত চর্চায় সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

16c13

আরও পড়ুন ….আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতেই সপ্তম স্বর্গে শ্রীলেখা, গণমাধ্যমেই নিন্দুকদের দিলেন কড়া জবাব

• কন্যা রাশি
আজ প্রেমে জটিলতা তৈরি হতে পারে, সাবধানে থাকুন। পারিবারিক বিবাদ মেটার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের আদেশ মেনে চললে সফলতা আসতে পারে। কোনও এক বিষয় নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক পরিশ্রমে দেহে ক্লান্তি আসতে পারে। অচেনা ব্যক্তির প্ররোচনা থেকে দূরে থাকুন। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার সংসারে আর্থিক সংকট দেখা দিতে পারে। পথ চলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে। মানসিক উদ্বেগের দরুন ভালো কাজের সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা হতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ আপনি কোনও প্রতিযোগিতা মূলক কাজে সফলতা পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের ভুল সংশোধন করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আইনি সহায়তা পেতে পারেন। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ মাত্রাতিরিক্ত লোভ আপনার বিপদ ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ আসতে পারে। কোথাও দান করে মানসিক শান্তি পাবেন। কোনও এক তৃতীয় ব্যক্তির কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনি নিকট বন্ধুর কারণে বিপদের সম্মুখীন হতে পারেন। সেবামূলক কাজে মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে আলস্য থাকলেও আয় হবে। অনেক দিনের পুরোনো বিবাদ মেটার সম্ভাবনা রয়েছে। অপরের সমালোচনা থেকে বিরত থাকুন। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহনির্মাণের জন্য আজকের দিনটা শুভ। কাউকে উপকার করার পরেও অসম্মানিত হবেন। অতি মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ কোনও এক বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। অধিক পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে উদাসীনতা কাজের ক্ষতি করতে পারে। সামাজিক বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ পাবেন। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button