এই রাশির জাতকরা হতে পারেন কোটিপতি, এক নজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ সোমবার, ২৩ শে মে (৪ ই জৈষ্ঠ্য) ২০২২। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল কর্মক্ষেত্রে বেরোনোর আগে জানতে চান কার হাতে আসতে চলেছে সফলতার চাবিকাঠি। কার দাম্পত্য জীবনে বজায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য। কার সংসার আসতে চলেছে আর্থিক স্বচ্ছলতা। ব্যবসা না চাকরি, শিক্ষা না স্বাস্থ্য কোন পথে গেলে আপনি হবেন সফল আর কোন পথে গেল আপনি হবেন ব্যর্থ। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে। গান-বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত চিন্তার কারণে দেহে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। প্রেমে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নিকট আত্মীয়দের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে, সাবধানে চলাফেরা করুন। সংসারে মনোযোগ দেওয়া সত্তেও বদনামের ভাগীদারি হবেন। ব্যবসায়ে উন্নতির জন্য কোনও উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
আরও পড়ুন ….কষ্টের সঙ্গে সংসার! ছেলে দেশের জন্য পদক আনলেও বাবা সিনেমার অভাবে রোজগারহীন
আরও পড়ুন ….কিলো কিলো তেল মাখিয়েই দাদাগিরিতে বং গাই, সিনেবাপের মন্তব্যের পাল্টা উত্তর কিরণের
• মিথুন রাশি
আজ ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অযথা অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনও খারাপ খবর আসতে পারে। হঠাৎ কোথাও ভ্রমনের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ সকাল সকাল সন্তানের প্রতি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার প্রতি সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন, বিপদের আশঙ্কা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। কাজের চাপের দরুন শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ আপনার ব্যবসায়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কাজে গর্ববোধ করবেন। নিকট বন্ধুর কাছ থেকে দুঃসংবাদ আসতে পারে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
আরও পড়ুন ….জবাকে ছেড়ে ধরলেন মিতুলের হাত, ছোট পর্দায় ফিরতেই নতুন ধামাকা বিশ্বজিতের
• কন্যা রাশি
আজ পরিবারের গুরুজনদের নির্দেশ মতো চললে ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। নিকট আত্মীয়র কাছ থেকে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিশেষ আলোচনার জন্য সম্মান বৃদ্ধি। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে অনুগত হয়ে চলতে হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ আপনি কোনও এক ভালো কাজের দরুন জনপ্রিয়তা অর্জন করতে পারেন। মাত্রাতিরিক্ত ক্রোধের দরুন মর্যাদাহানির আশঙ্কা রয়েছে। চলাফেরার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরী হতে পারে। কোনও এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ আপনার ব্যবসায়ে উদ্বেগ বজায় থাকবে। পড়াশোনায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু দমনে সক্ষম হবেন। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় বজায় থাকবে। নিজের বুদ্ধির জোরে ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের আগামী ভবিষ্যত নিয়ে আলোচনা হতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।
• ধনু রাশি
আজ আপনার একাধিক পথে অর্থ উপার্জনের যোগ রয়েছে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে হিসেব নিয়ে গোলযোগ সৃষ্টি হতে পারে। কঠিন কাজকে সরল ভাবে করতে সক্ষম হবেন। বুদ্ধির সঙ্গে কথা বললে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
• মকর রাশি
আজ ছোটখাটো বিষয় নিয়ে হওয়া তর্ক নিয়ে মন খারাপ সৃষ্টি হতে পারে। বাবা-মা এর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অর্থ সংকট নিয়ে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। মনের মানুষের দেখা পেতে পারেন। পরিবারের কাছ থেকে উপহার লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• কুম্ভ রাশি
আজ আপনি প্ররোচনা মূলক বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন। সঙ্গীত চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধু বা প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।
• মীন রাশি
আজ আপনার কোনও এক কাজের দরুন কর্মক্ষেত্রে জনপ্রিয়তাবৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ক আলোচনা করে সুনাম অর্জন করবেন। কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার ঘটতে পারে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক দুর্বলতা তৈরি হবে। সংসারের জন্য কিছু কিনতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।