বাজার মূল্যের চাপে জর্জরিত? এই টোটকাগুলি পালন করেই জীবনে আনুন টাকার বৃষ্টি

মন্টি শীল, কলকাতা : আর্থিক সফলতা কেই বা না চায়। সকলেই চান যেন তাদের আর্থিক সচ্ছলতার দরুন জীবনে সর্বদা সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করে। কারণ আর্থিক সচ্ছলতার দরুন অধিক পরিমাণে সফলতা এবং প্রতিপত্তি নিজের অধিকারে রাখতে চান। কিন্তু পরিস্থিতি সবাইকে সমান সুযোগ দেন না। কিছু কিছু ক্ষেত্রে জীবন ধারা আপনার অনুকূলেও যেতে পারে। তবে জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে আমাদের জীবনে যদি এই সংকেত গুলি লক্ষ্য করা যায় তবে আপনি বুঝতে পারবেন, খুব শীঘ্রই আপনার জীবনেও হতে চলেছে ধণবর্ষা। মিটতে চলেছে অর্থাভাব। তাই আপনার জীবনের এই গুরুতর সমস্যাকে সমাধান করতে এক নজরে দেখে নিন আজকের রাশিফল ( Today’s Horoscope )।

• জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে যদি আপনার বাড়িতে সারি সারি কালো পিঁপড়ের আনাগোনা বেড়ে যায়। তবে বুঝতে পারবেন আপনার সংসারে মা লক্ষ্মীর সুপ্রভাব পড়তে চলেছে এবং খুব শীঘ্রই আপনার জীবনে অর্থভাগ্য ফিরে আসতে চলেছে।

27c12

• এমন অনেক সময়েই লক্ষ্য করা যায় আপনার ঘরের আনাচে কানাচে ছোট ছোট পাখি বাসা বেঁধেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যদি এমনটা হয়ে থাকে বিশেষত আপনার বাড়ির উত্তর অথবা পূর্ব দিক করে তাহলে বুঝে নিতে হবে খুব শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনার জীবনে অর্থভাগ্য ফিরে আসতে চলেছে।

• শাস্ত্র অনুযায়ী, আপনার বাড়ির তুলসী গাছটি যদি ঘন সবুজ রূপে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার সংসারের খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে।

27c11

• আবার শাস্ত্রের মতানুসারে এও মনে করা হচ্ছে, যদি সকাল সকাল আপনার বাড়ি থেকে বেরোনোর সময় ঘরের দুয়ারে টাকা পড়ে থাকতে দেখা যায় তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই আপনার জীবনে বিপুল অর্থযোগ হতে চলেছে।

• যদি কোনও দিন আপনার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দেখলেন কেউ ঝাঁড় দিচ্ছেন। যদি এই ঘটনা টানা পাঁচ দিন ধরে ঘটতে থাকে তবে শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, খুব শীঘ্রই সেই ব্যক্তির জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে এবং অর্থভাগ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে।




Leave a Reply

Back to top button