মহাকালের আশীর্বাদে এই রাশির জাতকদের হবে অর্থ লাভ! একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে কাজে বেরোনোর আগে জানতে চান কার ভাগ্যে রয়েছে মহাদেবের আর্শীবাদ। কার ভাগ্যে রয়েছে আর্থিক উন্নতির যোগ? চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য কোথায় পাবেন উন্নতি? কার দাম্পত্য জীবনে আসতে চলেছে সুখের পরশ। কে খুঁজে পাবে উত্তরণের পথ। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ সোমবার, ৩০ শে মে (১১ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ বিদ্যার্থীদের জন্য নতুন কোনও সফলতা আসতে চলেছে। খারাপ ব্যবহারের দরুণ ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে ভ্রমণ বিষয়ক পরিকল্পনা সফল হতে পারে। স্ত্রী এর কোনও কাজের দরুণ মানসিক আঘাত পেতে পারেন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে। অসম্ভব কাজের প্রতি পা না বাড়ানোই ভালো। পড়াশোনার ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে। সন্তানের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

30c12

আরও পড়ুন ….অবিকল সাভারকার! সিনেপাড়ায় হিন্দুত্বের ছোঁয়া দিয়ে নতুন বেশে হাজির রণদীপ হুডা
আরও পড়ুন ….দিন শেষে বলিউডই অমর! বলি-সাউথ বিতর্কে বিস্ফোরক রোহিত শেট্টি

• মিথুন রাশি
আজ সন্তানের কাজে গর্ববোধ করবেন। শত্রুদের পরিকল্পনা অসফল করতে সক্ষম হবেন। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। কাজের প্রতি দুঃচিন্তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। পরিবহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ বিদ্যার্থীদের জন্য পরিস্থিতি অনুকূল হবে না। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক ব্যায়ের দরুন সঞ্চয়ে ঘাটতি হতে পারে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। নিকট বন্ধুর ব্যবহারে মানসিক কষ্ট পাবেন। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনার আর্থিক সংকট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মানসিক চিন্তা বাড়তে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ে বিবাদ তৈরির সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

17c12

আরও পড়ুন ….বড় পর্দা তো দূর, ছোট পর্দাতেও চিরকাল অবহেলিত প্রতিভাশালী অভিনেত্রী কনীনিকা

• কন্যা রাশি
আজ মাত্রাতিরিক্ত পরিশ্রমের পরেও সফলতা না পাওয়ার সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। সন্তানের কাছ থেকে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাথা গরমের দরুন ভালো কাজে বিঘ্ন ঘটতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার ভাই-বোনের কাছ থেকে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখকর হবে। ব্যবসায়ে ধারাবাহিক ভাবে উন্নতির যোগ রয়েছে। ভ্রমণ পরিকল্পনায় বাঁধার সৃষ্টি হতে পারে। কোনও কাজ সতর্কতার সঙ্গে করতে হবে। পারিবারিক সম্পত্তির অধিকারী হবেন। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ সপরিবারে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আকস্মিক আইনি জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে। মাত্রাতিরিক্ত উদারতার দরুন সমস্যা দেখা দিতে পারে। সাময়িক আঘাতের দরুণ রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ আপনার অসৎসঙ্গের দরুন অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজ করে মানসিক শান্তি পাবেন। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা চক্রান্তে সফল হবে। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত আলোচনায় বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ সামাজিক কাজের দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীত নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। হারানো জিনিস পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীএর পরামর্শ নিতে পারেন। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনি কোনও বিশেষ তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখুন। উচ্চ শিক্ষায় সফলতা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনও সুখবর আসার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত রাগের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। গুরুজনদের আদেশকে মান্যতা দিতে হবে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ পারিবারিক সম্পত্তি নিয়ে তৈরী সমস্যার সমাধান হতে পারে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। আইনি জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অপর ব্যক্তির উপকার করে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কালচে নীল রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন নীলা।




Leave a Reply

Back to top button