মহাদেবের আর্শীবাদে চাকুরিতে সফলতা পাবেন, না শিক্ষায়! জানতে হলে দেখে নিন সোমবার-এর রাশিফল

মন্টি শীল, কলকাতা : সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার। কাজে বেরোনোর আগে জানতে চান কোন কোন সফলতা এবং ব্যর্থতার সম্মুখীন হতে চলেছেন আপনি। ব্যবসা, চাকুরি, শিক্ষা নাকি স্বাস্থ্য কোন পথে আপনি সুফল পাবেন। কার মাথায় রয়েছে মহাদেবের আর্শীবাদী হাত। জানতে হলে আজ সোমবার, ৯ ই মে (২৫ শে বৈশাখ) ২০২২, দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা কম রয়েছে। মহাজনের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। কোনও এক বিষয় নিয়ে নিকট বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। অনেকদিনের আশা পূরণের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। ব্যবসায় মানসিক চাপ বাড়তে পারে। ভ্রমণে বাধা আসার সম্ভাবনা রয়েছে। কাজে উন্নতির করতে হবে। আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

9c12

আরও পড়ুন ….বঙ্গবাসীদের জন্য অশনী সংকেত! শক্তি বাড়িয়ে পুরোদমে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়, এই জেলায় ক্ষতির আশঙ্কা
আরও পড়ুন ….কোন তারিখে ফুটতে চলেছে আপনার বিয়ের ফুল! জানতে হলে দেখে নিন এই রাশিফল
 
• মিথুন রাশি
আজ আপনি সংসারের কোনও এক বিষয় নিয়ে মানসিক চাপে পড়বেন। কর্মচারীর তৎপরতায় ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। বুদ্ধির জোরে শত্রু দমনে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। বিপুল অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনি কোনও সুসংবাদের অংশীদার হতে চলেছেন। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে আনুগত্য হয়ে চলতে হবে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনি কোনও ছোটখাটো বিষয় নিয়ে আইনি জটিলতার জালে পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সফলতা পাওয়ার সম্ভাবনা কম। চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে গঠনমূলক কাজের জন্য সম্মানিত হবেন। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

9c13

আরও পড়ুন ….রাশিই বলে দেবে কোন মহাপুরুষের বাস আপনার মনে, চিনে নিন নিজের ব্যাক্তিত্বকে

• কন্যা রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। পুরানো ঋণ আদায় করতে বেগ পেতে হবে। স্ত্রী এর কারণে সংসারে অতিরিক্ত অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উদ্বেগ বজায় থাকবে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ ব্যবসায় সুফল আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। স্ত্রীর কোনও কাজে সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকটের সৃষ্টি হলেও তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ ব্যবসায় অর্থ ব্যয় এর সঙ্গে সঙ্গে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে শান্তি আসতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অতি সচেতনতার সঙ্গে অর্থব্যয় করতে হবে। সন্তানের কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে সম্মানহানির আশঙ্কা রয়েছে। বদলি হওয়ার সম্ভাবনা নিয়ে মানসিক চাপ বাড়বে। অতিরিক্ত অর্থ ব্যয়েরকারণে সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে।ব্যবসায় কলহ তৈরির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে । আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

মকর রাশি
আজ আপনি গৃহ নির্মাণ সংক্রান্ত পরিকল্পনায় সফলতা পাবেন।উচ্চশিক্ষায় উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। পরিশ্রমের পরেও ফল পেতে দেরি হবে। ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে। সংসারের কোনও এক বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতির কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কোনও ব্যক্তির সঙ্গে হওয়া বিবাদের জেরে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পড়াশোনায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনি ভালো কোনও কাজ করার পরেও অসম্মানিত হবেন। কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। নিকট বন্ধুর কাছ থেকে সহায়তা পেতে পারেন। প্রেমে জটিলতা তৈরি হতে পারে। হঠাৎ কোনও অতিথির আগমনে মানসিক আনন্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button