শণিবারের বারবেলায় কেমন কাটবে সারাদিন! একনজরে দেখুন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ, শনিবার। আর শনিবারের বারবেলায় জানতে চান কার হাতে আসবে সফলতার চাবিকাঠি, আর কার হাতে আসবে শুধুই ব্যর্থতা। চাকুরি ক্ষেত্রে কে সফল আর কে ব্যর্থ। নাকি ব্যবসায়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে চলেছেন। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শনিবার, ১৪ ই মে (৩০ শে বৈশাখ) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার বাড়তি অর্থ ব্যয়ের কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। জমি ক্রয় বিক্রয়ে লাভ আসতে পারে। ব্যবসায় মধ্যম বর্গীয় ফল লক্ষ্য করা যাবে। খারাপ ব্যবহারের দরুণ মনে কষ্ট পেতে পারেন। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিথ্যা অপবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। জ্যোতিষ বিদ্যার চর্চা করে আনন্দ পাবেন।। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

14c12

আরও পড়ুন ….কবি-সাহিত্যিকরা নাকি শিরদাঁড়া বিলিয়েছে! মমতার নিরলস সাহিত্যচর্চা নিয়ে বিস্ফোরক জয়জিৎ
আরও পড়ুন ….“সবাই ভিউ বাড়াতে আসে, খিদের খবর রাখে না!” দুঃখে কাঁদো কাঁদো ‛লতা-কণ্ঠী’ রানু

• মিথুন রাশি
আজ আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কোনও উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে আইনি সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি পাবেন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার কোনও এক কাজের দরুন সম্মান হানির আশঙ্কা রয়েছে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনার বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। পড়াশোনায় বাঁধার সৃষ্টি হতে পারে। কৃষিক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। অপর ব্যক্তির জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা থেকে বিরত থাকুন। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনার ব্যবসা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থ সংকটের দরুন সংসারে অভাব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। সন্তানের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

14c13

আরও পড়ুন ….মদে নেই নেশা! মদ খেয়ে নেশা না হওয়ায় সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ ঠুকল মাতাল

• কন্যা রাশি
আজ কোনও বিশেষ কারণে আর্থিক সুবিধা ভোগ করতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ভালো কাজের দরুন সফলতা পাবেন। পরিবারের কোনও ব্যক্তির দরুন সম্মান হানির আশঙ্কা রয়েছে। গঠনমূলক কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে মহা জনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। সন্তানের প্রতি মানসিক চিন্তা বাড়তে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ অতিরিক্ত মাত্রায় অর্থ ব্যয়ের কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে উদ্বেগ দেখা যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে দেহে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ কোনও এক জটিল সমস্যা নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাময়িক বাঁধা আসতে পারে। পরিশ্রম করেও তার ফল পাবেননা। গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
 
• মকর রাশি
আজ বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য শুভ সময়। লেখাপড়ার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক বিবাদ মেটার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ব্যবসায়ে কর্মচারীদের ক্ষেত্রে বাড়তি নজর দিতে হবে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে বাঁধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো কাজের পরেও সুনাম পেতে ব্যর্থ হবেন। বাড়িতে হঠাৎ কোনও অতিথির সমাগম হতে পারে। পুরোনো পাওনা আদায় হতে পারে। বাড়তি অর্থ ব্যয়ের কারণে ঋণ নিতে হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• মীন রাশি
আজ প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি কথা বলায় সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। জলপথ পরিবহন থেকে দূরত্ব বজায় রাখুন, বিপদের আশঙ্কা রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button