কর্মজীবনে ব্যর্থতা! এই ছোট্ট উপায় অবলম্বন করলেই আপনার জীবনে আসবে সফলতা

মন্টি শীল, কলকাতা : কথায় আছে সঠিক পথ অবলম্বন করলে জীবনের সব ক্ষেত্রে সহজেই সফলতা অর্জন করা যায়। তবে সম্প্রতি এমন অনেকেই রয়েছেন যারা নিজের কর্মজীবন নিয়ে চিন্তিত। কারণ, বর্তমানে একদিকে যেমন বাজার অগ্নিমূল্য হচ্ছে, আবার অপর দিকে মন্দার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে চাকরির বাজার। যদিও এর উপর করোনা সংক্রমণের এক ছোট্ট প্রতিফলন পড়েছে। তাঁর মধ্যেই এমন অনেকে রয়েছেন যারা দীর্ঘ সংগ্রাম করেও চাকরি জোগাড় করতে পারছেন না। আবার অনেকেই রয়েছেন যারা চাকরি পেলেও নিজেদের কর্মক্ষেত্রে অনেক চেষ্টার পরেও সফলতা ছিনিয়ে আনতে পারছেন না। তাই আপনার জীবনের এই গুরুতর সমস্যাকে সমাধান করতে এক নজরে দেখে নিন আজকের রাশিফল।
• জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে যদি কোন জাতক অথবা জাতিকার কর্মজীবনে বাধা আসে অর্থাৎ চাকরি পেতে গিয়ে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তবে সে দশমেশ রত্ন ধারণ করতে পারেন। কারণ এই রত্ন ধারণ করার পর তাঁর কর্মজীবনে তৈরি হওয়া সমস্ত বাঁধা বিপত্তি নির্মূল হতে পারে। যদিও এই ক্ষেত্রে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা আবশ্যিক।
• এমন অনেকেই রয়েছেন যারা দীর্ঘ প্রচেষ্টার পরেও একটা ভালো চাকরি জোগাড় করতে ব্যর্থ হচ্ছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে সপ্তাহে অন্তত একটি শুভ দিন অনুসরণ করে হনুমান মন্দিরে পাতিলেবূ এবং লবঙ্গ সহিত গিয়ে ‘ওম শ্রী হনূমাতে নমহঃ’ জপ করুন। এরপর সেই লেবুটি হনুমানের পায়ে ছুঁয়ে নিয়ে চলে আসুন। এরপর যেখানেই যাবেন ওই আশীর্বাদী লেবুটি সঙ্গে বহন করুন। খুব শীঘ্রই শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
• শাস্ত্র অনুযায়ী, কোনও শুভ কাজে বেরোনোর সময় সর্বদা ডান পা আগে বের করতে হয়। তাই এই পন্থা অবলম্বন করে যখন আপনি কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেবেন তখন ডান পা আগে ফেলুন। সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার সঙ্গে যদি উড়ন্ত হনূমান দেব-এর ছবি থাকে তাহলেও আপনার ভাগ্যে সফলতার যোগ রয়েছে।
• আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও কিছু জাতক বা জাতিকারা রয়েছেন যারা একটি ভালো চাকরির বন্দবস্ত করে ফেলেছেন কিন্তু আপনার কাজে সফলতা লাভ হচ্ছে না, এমনকি আপনার অফিসের বসও আপনার কাজে বিশেষ খুশি নন। যদি এমন সমস্যা দেখা দেয়, তবে আপনি প্রতি শনিবার শনিদেবের আরাধনা করুন। মন্দিরে সর্ষের তেল-এর প্রদীপ জ্বালান। খুব শীঘ্রই আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে।