এই জাতকদের মিলতে পারে শনিদেবের আশীর্বাদ, একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : শনিবার, অর্থাৎ শনিদেব আর্শীবাদে কার ভাগ্যে রয়েছে আর্থিক উন্নতির যোগ? চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য কোথায় পাবেন উন্নতি? কার দাম্পত্য জীবনে আসতে চলেছে সুখের পরশ। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শনিবার, ২৮ শে মে (৯ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ কোনও এক বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে মহাজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর প্রতি ক্ষোভ তৈরী হতে পারে। অনেকদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার আর্থিক সহায়তা ভোগ করার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে ভাই-বোনে বিবাদ সৃষ্টি হতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা তৈরী হতে পারে। বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

28c12

আরও পড়ুন ….একের পর এক আত্মহত্যা! কাজের অভাবেই কি আত্মঘাতী সঙ্গীত শিল্পী আতিফ নিলয়?
আরও পড়ুন ….ফের বাবা হতে চলেছেন Hrithik Roshan! হাঁটুর বয়সী প্রেমিকার বেবি বাম্প দেখে শোরগোল নেটপাড়ায়

• মিথুন রাশি
আজ ব্যবসায়েমাত্রাতিরিক্ত লোভ করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। বিবাহ সংক্রান্ত আলোচনা হতে পারে। ছোট খাটো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট তৈরির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। কোনও এক বিষয় নিয়ে পরিবারে কলহ দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনি কোনও বিশেষ কাজের দরুন পুরস্কৃত হতে পারেন। প্রিয়জনের সঙ্গে থেকে মানসিক শান্তি পাবেন। অর্থ ব্যয় বৃদ্ধির দরুণ সঞ্চয়ে ঘাটতি হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা দেখা দিতে পারে। প্রেমের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনার কোনও সামাজিক কাজে সুনাম বৃদ্ধি ঘটতে পারে। পড়াশোনায় ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান গবেষণায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে ভুলের দরুন মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখুন। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

28c13

আরও পড়ুন ….বয়স বাড়লেও কমেনি দাদার রূপের ঝলক! সর্ব সম্মুখে নিজেই ফাঁস করলেন সৌন্দর্য্যের কারণ

• কন্যা রাশি
আজ সামাজিক কাজে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। একাধিক পথে অর্থ উপার্জনের যোগ রয়েছে। গা-বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা হতে পারে। ক্ষোভের দরুন রক্ত চাপ বৃদ্ধি পেতে পারে। নিকট আত্মীয়র সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ শিল্পকর্মের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রে হিসেব নিয়ে গোলযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের ভবিষ্যৎনিয়ে মানসিক চিন্তা বাড়তে পারে। অযথা বিবাদে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ আপনার ব্যবসায়ে আর্থিক সংকট দেখা দিতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। পথ চলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। মনে অযথা ভয়ের সৃষ্টি হতে পারে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা হতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ প্রতিভার দরুন জনপ্রিয়তা অর্জন করবেন। ব্যবসায়ে উদ্বেগ বজায় থাকলেও সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার জন্য আজকের দিনটা শুভ। আর্থিক বিষয়ে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধু বিশ্বাস ঘাতকতা করতে হতে পারে। আইনি জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ গুরুজনদের আদেশ মেনে চললে ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। নিকট আত্মীয়র কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অনুগত হয়ে চলতে হতে পারে। মাত্রাতিরিক্ত পরিশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তিপূর্ণ আলোচনার দরুন সম্মান অর্জন করতে পারেন। অর্থ ব্যয়ের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার কর্মচারীর তৎপরতায় ব্যবসায়ে উন্নতি হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি আপনার বিপরীতে চালিত হতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনার ব্যবসায়ে ।মাত্রাতিরিক্ত চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অসম্মানিত হতে পারেন। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে, দূরত্ব বজায় রাখুন। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে। প্রিয়জনের কাছ থেকে সম্মান অর্জন করতে পারেন। । হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button