শনির সাড়ে সাতিতে ভুগবে এই রাশির জাতকরা, রইল আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ শনিবার, ৭ ই মে (২৩ শে বৈশাখ) ২০২২। সপ্তাহের একদম শেষ লগ্নে এসে জানতে চান কোন কোন সফলতা এবং ব্যর্থতার সম্মুখীন হতে চলেছেন আপনি। ব্যবসা, চাকুরি, শিক্ষা নাকি স্বাস্থ্য কোন পথে গেলে আপনি সুফল পাবেন। জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার সঙ্গে অপর কোনওব্যক্তির বিবাদ সৃষ্টি হতে পারে। সন্তানের প্রতি খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কোনও কাজে সংসারে শান্তি আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে, কিন্তু তাকে অবহেলা করবেন না। কোনও একটি বিষয় নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

7c13

আরও পড়ুন ….কোন তারিখে ফুটতে চলেছে আপনার বিয়ের ফুল! জানতে হলে দেখে নিন এই রাশিফল
আরও পড়ুন ….শিক্ষা থেকে কর্মজীবন কোন পথে পাবেন সফলতার চাবিকাঠি, জানতে হলে আজকের রাশিফলে দেখে নিন

• মিথুন রাশি
আজ আপনি অধিক বিলাসিতার কারণে অর্থ ব্যয় করবেন। সংসারের অশান্তি থেকে মানসিক অবসাদ তৈরির সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়দের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক সুবিধা ভোগ করতে পারেন। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনার চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। মন দিয়ে কোনও কাজ করলেও তাতে সফলতা আসবে না। ভ্রমণ পরিকল্পনায়বাধার সৃষ্টি হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে পারে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনার বিষয় সম্পত্তির কারণে মানসিক চাপে পড়বেন। কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। নিকট কোনও আত্মীয়দের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

7c12

আরও পড়ুন ….রাশিই বলে দেবে কোন মহাপুরুষের বাস আপনার মনে, চিনে নিন নিজের ব্যাক্তিত্বকে

• কন্যা রাশি
আজ আপনি নিজের বুদ্ধির জোরে শত্রু দমনে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন । সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। প্রেমে সাফল্য আসতে পারে। বাড়িতে আকস্মিক কোনও অতিথির আগমন ঘটতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনি প্রেমে সফলতা পেতে পারেন। ব্যবসায় সাফল্য আসলেও তা লাভজনক হবে না। শত্রুর থেকে দূরত্ব বজায় রাখুন। পড়াশোনায় সফলতা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয় নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। নিকট আত্মীয়র কাছ থেকে দুঃসংবাদ আসতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ আপনি সকাল সকাল কোনও এক বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারেন। ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে মানসিক চাপ বাড়বে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।
 
• ধনু রাশি
আজ আপনার দাম্পত্য জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য আসতে চলেছে। কোনও কাজের প্রতি আগ্রহ তৈরি হবে। বিপুল অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। সংসারে সুখের খবর আসতে চলেছে। সমাজে সেবামূলক কাজ করে মানসিক শান্তি পাবেন। কোনও এক বিষয় নিয়ে সম্মানহানির আশঙ্কা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি

আজ আপনার আপনার সংসারে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। ব্যবসায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অচেনা ব্যক্তির কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
 
• কুম্ভ রাশি
আজ আপনার সংসারে স্ত্রী এর কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। মূল সিদ্ধান্তের কারণে মানসিক চাপ বাড়বে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনি আর্থিক বিষয় নিয়ে সুবিধা ভোগ করতে পারেন। কর্মক্ষেত্রে সম্মানহানির আশঙ্কা রয়েছে । বিজ্ঞান গবেষণায় সাফল্য আসবে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ পাড়ি দেওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button