স্ত্রীর হাতেই স্বামীর ভাগ্য! এই জাতকের হাতের আঙুল সৌভাগ্য আনে স্বামীর জীবনে

মন্টি শীল, কলকাতা : শাস্ত্র অনুসারে কথিত আছে, একজন জাতক অথবা জাতিকার জীবনের গঠন বলে দিতে পারে তাঁর ব্যক্তিগত চরিত্র। শুধু তাই নয়, সেই জাতক মানসিক দিক থেকে কতখানি দৃঢ়, তাঁর চরিত্র গত বৈশিষ্ট্য কিরকম সমস্ত কিছু যাচাই করা যায় এই পদ্ধতিতে। কিন্তু আপনি কী জানেন, একজন মহিলার হাতের আঙ্গুলের গঠন ইঙ্গিত দিতে সহায়তা করতে পারে যে সেই মহিলার দোষ, গুন সম্পর্কে। এমনকি সেই মহিলা আদৌ কোনও পুরুষের জীবন সঙ্গী হিসেবে সঠিক কিনা তাও বিচার করতে পারবে। তাই আপনার জীবনের এই গুরুতর সমস্যাকে সমাধান করতে এক নজরে দেখে নিন আজকের রাশিফল ( Today’s Horoscope )।
• জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে যদি কোনও মহিলার হাতের আঙ্গুল ছোট ছোট হয় তবে এইটা আন্দাজ করে নেওয়া উচিত যে সে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত। সে সর্বদা দামি জিনিসের প্রতি মনোযোগী হন। যাকে এক কথায় বলা যেতে পারে ভীষণ ব্যয় বহুল জীবন। তবে এই মহিলারা প্রচন্ড খোলা মনের মানুষ হন এবং তাদের নিজ নিজ সম্পর্কের প্রতি অতিব যত্নশীল থাকেন।
• এমন অনেক মহিলারাই রয়েছেন যাদের আঙ্গুলের অগ্র ভাগ সরু। শাস্ত্র অনুসারে ওই মহিলাদের দাম্পত্য জীবন ভীষণ সুখের হয়। এমনকি স্বামীর জন্য বিশেষ সৌভাগ্যের বাতাবরণ তৈরি করতে পারেন। এমনকি এই জাতীয় মহিলারা সকলের যত্ন নিতে ভালোবাসেন এবং সকলের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকতে পছন্দ করেন।

• শাস্ত্র অনুযায়ী, যে সমস্ত মহিলাদের হাতের আঙ্গুল সরু এবং ছোট হয় তারা সাধারণত একটু খিটখিটে মেজাজ সম্পন্ন হয়। এনারা কোনও ছোট খাটো বিষয় নিয়ে সহজেই ক্ষুদ্ধ হয়ে যান। যার দরুন এই ধরনের মহিলাদের পাশে নিকট বন্ধু হিসেবে খুব কম জনই থাকেন।
• আবার শাস্ত্রের মতানুসারে এও মনে করা হচ্ছে, যে সমস্ত মহিলাদের হাতের আঙ্গুল লম্বা তবে একটু গোলাকৃতির হয় তারা অত্যন্ত ভাগ্যবতী হন। এই ধরনের মহিলারা তাদের সুব্যবহারের দরুন সকলের মন জয় করতে সমর্থ হন। শুধু তাই নয়, এই মহিলারা তাদের সংসার এবং ব্যবসা পরিচালনার দিক থেকে বেশ দক্ষ হয়ে থাকেন। এর সঙ্গে সঙ্গে এই সমস্ত মহিলারা মানসিক দিক থেকেও বেশ দৃঢ় হয়ে থাকেন।