বৃহস্পতিবার কার সংসারে হতে চলেছে মা লক্ষীর আগমন! দেখে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ, বৃহস্পতিবার ১৯ শে মে (৪ ঠা জৈষ্ঠ্য) ২০২২। সকাল সকাল নিজের ব্যবসায় অথবা কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরোনোর আগে জানতে চান কেমন যাবে আপনার আজকের সারাদিন। মা লক্ষীর কৃপায় আপনার চলার পথে কোন কোন সফলতা এবং ব্যর্থতা অপেক্ষা করছে। শিক্ষা ক্ষেত্রে কে সফলতা পেতে চলেছে, আর কে হতে চলেছে ব্যর্থ। কার দাম্পত্য জীবনে বজায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য, কার প্রেমে আসবে সফলতা। জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনার কোনও এক নিকট বন্ধুর সঙ্গে সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। সন্তানের কোনও কাজে সাহায্য করতে হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাতৃদ্বয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। স্ত্রী এর সঙ্গে আলোচনার দ্বারা কোনও জটিল সমস্যার সমাধান ঘটতে পারে। প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনার ছোট কারোর সঙ্গে তর্কের সৃষ্টি হতে পারে। আর্থিক সংকটের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয় অসহায় বোধ করতে পারেন। গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
আরও পড়ুন ….চীনকে হারিয়ে দূষণ-মানচিত্রে বিশ্বে সেরার সেরা ভারত! দূষণে মৃত ২৪ লাখ পাড়
আরও পড়ুন ….বৃষ্টি আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে স্বতীতে বঙ্গবাসী
• মিথুন রাশি
আজ পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। নিজের প্রতিভার জোরে ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে নিজের ভুলের দরুন মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ে অসফল হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মচারীর তৎপরতায় ব্যবসায়ের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনো কাজ ধৈর্যের সঙ্গে করতে হবে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। গুরুজনদের আদেশ মেনে চললে ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। শত্রু দমনে সক্ষম হবেন। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। যুক্তি যুক্ত আলোচনার দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
আরও পড়ুন ….পল্লবী মৃত্যু মামলায় মুখ খুললেন তার পরিচারিকা, মুখোশ খুলতেই গ্রেফতার হলেন সাগ্নিক
• কন্যা রাশি
আজ আপনার ব্যবসায়ের দিক থেকে ভালো সুযোগ আসতে চলেছে। ভালো চাকরির যোগ রয়েছে। সামাজিককাজে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। কোনও এক বিষয় পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ খেলাধুলার সঙ্গে যুক্ত কলাকুশলীদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অসৎসঙ্গের দরুন ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। নীতি বিষয়ক আলোচনা নিয়ে কলহ সৃষ্টি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ আপনি অহেতুক কোনও প্ররোচনা থেকে দূরে থাকুন। সঙ্গীত চর্চায় নতুন সুযোগ আসতে পারে। প্রতিবেশীর সহায়তায় ব্যবসায়ে শ্রীবৃদ্ধি ঘটবে। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কথায় বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।
• ধনু রাশি
আজ আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মচারীর দরুন ব্যবসায়ে সমস্যা তৈরির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। কর্মক্ষেত্রে ব্যস্ততার মধ্যে দিয়ে সারাদিন কাটবে। মানসিক চিন্তার দরুন ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
• মকর রাশি
আজ আপনি কোনও এক ভ্রমণ পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারেন। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। দ্বায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। সংসারে সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• কুম্ভ রাশি
আজ আপনার পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। সহকর্মীর তৎপরতায় কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।
• মীন রাশি
আজ আপনার নিকট আত্মীয়র সঙ্গে তৈরি হওয়া বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরের বুদ্ধিতে কাজ করতে গিয়ে সমালোচনার পাত্র হয়ে উঠবেন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ভালো কাজের পরেও অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।