সোনা না চান্দি, লক্ষীবারে কার হাতে সাফল্যের চাবিকাঠি, জানতে হলে আজকের রাশিফলে দেখে নিন

মন্টি শীল, কলকাতা : বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষীবার। আর এই লক্ষীবারের শুভ মুহূর্তে কার হাতে আসবে সফলতার চাবিকাঠি। কে হতে চলেছে বিপুল সম্পদের মালিক। কার শিক্ষায় উন্নতি হবে, কার ব্যবসায়। কার উন্নতি হবে চাকুরি ক্ষেত্রে। জানতে হলে, আজ বৃহস্পতিবার, ৫ ই মে (২১ শে বৈশাখ) ২০২২, দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ ব্যবসায়ের ক্ষেত্রে বাড়তি সুযোগ আসতে পারে। অর্থ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। প্রেমে জটিলতা তৈরি হতে পারে। সন্তানের কারণে বাড়তি আনন্দ ভোগ করবেন। সংসারে কোনও এক বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার ব্যবসায়ে বাড়তি খরচ হতে পারে। স্ত্রী জাতির প্রতি দুর্বলতা তৈরি হতে পারে। মূল সিদ্ধান্তের কারণে মানসিক চাপ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয় এর যোগ রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

5c13

আরও পড়ুন ….দুর্গামূর্তিকে পিছনে রেখে ঈদের শুভেচ্ছা মীরের, নেটজগতে ঝড় তুলেছে ভিডিও
আরও পড়ুন ….এ যেন ঠিক এক রূপকথার কাহিনী ! একদা ঝাড়ুদার থেকে হয়ে উঠলেন বাদশাহ দলের নতুন নায়ক

• মিথুন রাশি
আজ আপনার কোনও কাজের দরুন সামাজিক সম্মান বাড়তে পারে। অতিরিক্ত বিলাসিতার কারণে অর্থ ব্যয় হতে পারে। রক্ত পাতের সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনার জন্য কোনও এক ভালো কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় শ্রী বৃদ্ধি ঘটবে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের সৃষ্টি হতে পারে। ক্রীড়া ক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনি মহিলা মহল থেকে দূরে থাকুন। বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ আসতে পারে। প্রেমে সাফলতা আসতে পারে। নিজের বুদ্ধি বলে কোনওকাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন। ব্যবসায় অর্থ ব্যয় হতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

5c14

আরও পড়ুন ….কেমন যাবে আপনার আজকের গোটা দিন, জানতে হলে আজকের রাশিফলে দেখে নিন

• কন্যা রাশি
আজ আপনার কাজের সুবাদে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ ও উৎকন্ঠা তৈরি হতে পারে। ভালো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর কারণে সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আশা পূর্ণ হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে । স্ত্রী এর কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। বাড়তি অর্থ ব্যয়ের কারণে মানসিক চাপ বাড়বে। সামাজিক কাজের জন্য সম্মানিত হবেন। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। সংসারে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে মানসিক চিন্তা বাড়তে পারে। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের বুদ্ধির ভুলে কোনও কাজে সমস্যা দেখা দিতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনার আইনি জটিলতার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী এর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। সংসারের বিবাদ নিয়ে মানসিক কষ্ট তৈরি হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। সংসারের কারণে মানসিক চাপ বাড়বে। অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লোভনীয় লাভ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।
 
• মীন রাশি
আজ বাড়তি অর্থ ব্যয়ের কারণে ঋণ নিতে হবে। অতিরিক্ত বিলাসিতায় অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। বন্ধু মহলে বিবাদ সৃষ্টি হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। পড়াশোনায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা খাতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button