এই রাশির জাতকদের হাতে আসতে পারে মোটা অঙ্কের টাকা! একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষীবার। আর এই লক্ষীবারের শুভ মুহূর্তে কোন জাতকের ভাগ্য পড়তে চলেছে লক্ষীযোগ। কার কর্মজীবনে আসবে আমূল পরিবর্তন। কোন জাতকের পারিবারিক জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্যময়। কার আয় উন্নতির রয়েছে উন্নতির যোগ, কোন জাতক করবে শিক্ষায় উন্নতি। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ বৃহস্পতিবার (Thursday), ৯ ই জুন (২১ শে জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।
• মেষ রাশি
আজ আপনার ব্যবসায়ে বাড়তি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো ব্যবহারের দরুণ শত্রু পক্ষের মন জয় করতে পারবেন। ছোট খাটো বিষয় নিয়ে পরিবারের সদস্যরা ভুল বুঝতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মিথ্যা অপবাদ থেকে নিজেকে বিরত রাখুন। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ ভ্রমণ পরিকল্পনাতে বাধার সৃষ্টি হতে পারে। চাকরি ক্ষেত্রে নতুন যোগ আসতে পারে। কর্মচারীর তৎপরতায় ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য আজকের দিনটা অনুকূল। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
• মিথুন রাশি
আজ আপনি নিজের বুদ্ধির জোরে শত্রু দমনে সক্ষম হবেন। ব্যবসায়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। লটারি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। গৃহসজ্জার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারের দরুণ সম্মানিত হবেন। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ যানবাহনের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। সুকথা বলার দরুন সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর কাছ থেকে সহায়তা পেত পারেন। জ্যোতিষ চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
• কন্যা রাশি
আজ আপনার গুরুজনদের প্রতি আনুগত্য প্রকাশ করা সমীচীন। নিজের করা ভূলের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। আর্থিক সংকট নিয়ে স্ত্রী এর সঙ্গে আলোচনা। নিকট বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীর উপর নজর দিতে হবে। দেরিতে হলেও আপনার কাজে সুনাম হবে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ আপনি নীতিগত বিষয় নিয়ে সঠিক আলোচনা করার দরুন সম্মানিত হবেন। ভাই-বোনের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে। অপরের সম্পত্তির দায়ভার আপনার কাঁধে আসতে পারে। পশুর দ্বারা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। ভ্রমণ এর সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ উচ্চশিক্ষায় ভালো সুযোগ আসতে পারে। অসহায় ব্যক্তির পাশে দাঁড়াতে পেরে মানসিক শান্তি পাবেন। সুব্যবহারের দরুন সম্মানিত হবেন। কোনও তৃতীয় ব্যক্তির কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। মনের ভিতর এক অজানা ভীতির সঞ্চার ঘটতে পারে। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।