মঙ্গলবারে কার মঙ্গল, কার অমঙ্গল! জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন

মন্টি শীল, কলকাতা : আজ, মঙ্গলবার। ১৭ ই মে (২ রা জৈষ্ঠ্য) ২০২২। সক্কাল সক্কাল কাজে বেরোনোর আগে জানতে চান কেমন যাবে আপনার আজকের সারাদিন। কর্মক্ষেত্রে কোন কোন সফলতা এবং ব্যর্থতা অপেক্ষা করছে আপনার জন্য। শিক্ষা ক্ষেত্রে কে সফল আর কে ব্যর্থ। কার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরতে চলেছে, কে পাবেন প্রেমে সফলতা। জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শিল্প কার্যের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। আইনি জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। গান-বাজনার সঙ্গে যুক্ত শিল্পীদের ভালো সুযোগ আসতে চলেছে। কার্যক্ষেত্রে করা পরিশ্রম ব্যর্থ হতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনি অকারণে বিবাদে লিপ্ত হতে পারেন। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের দরুন শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির চেষ্টা করতে হবে। কোনও এক বিষয় নিয়ে মনে বিষন্নতার সৃষ্টি হতে পারে। গুরুদেবের প্রতি ভক্তি প্রকাশ করে মনে শান্তি পাবেন। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

17c13

আরও পড়ুন ….গাঁটছড়াকে টেক্কা দিতে মাঠে এবার মিঠাইয়ের হল্লাপার্টি! ফের গায়েব হবে আরও এক অভিনেত্রী
আরও পড়ুন ….“অত ন্যাকামি করতে পারিনা!”, নাম না করেই অন্য মিঠাইদের ধুয়ে দিলেন খুকুমণি

• মিথুন রাশি
আজ ব্যবসায়ের কারণে স্ত্রীএর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পথ চলতি ব্যক্তির সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। বাড়তি ব্যবসার কথা ভাবা থেকে দূরে থাকুন। পুরোনো ঋণ শোধ করা নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনার প্রেমে নতুন কোনও সফলতা আসতে চলেছে। দামি খাবারের লোভে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সংসারের ছোট খাটো বিবাদ নিয়ে ভাই বোনের মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে। ব্যবসায় নতুন উদ্যোগের চেষ্টা করলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তির মাধ্যমে শত্রু দমনে সক্ষম হবেন। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনি অপরের উপকার করতে গিয়ে নিজের মানসিক শান্তি হারাবেন। সন্তানের কাজে গর্ববোধ করবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে মানসিক চাপ বাড়বে। উচ্চ পদস্থ চাকরির যোগ রয়েছে। সংসারের সুভ কাজে অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের ভুলের দরুন প্রতিকূলতার সম্মুখীন হবেন। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

17c11

আরও পড়ুন ….ভাইজানের নতুন লাভ স্টোরি! প্রেমের বেড়াজালে গিফ্ট করলেন নিজের এই মূল্যবান জিনিস

• কন্যা রাশি
আজ আপনি জলপথের ভ্রমণ থেকে দূরে থাকুন। ব্যবসায়ের ক্ষেত্রে নতুন উদ্যোগ আসতে পারে। স্ত্রী এর সঙ্গে দূরে কোথাও ভ্রমন নিয়ে আলোচনা হতে পারে। লটারি থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনি নিজের ভুলের দরুন উচ্চ পদস্থ ব্যক্তির কাছে মাথা নত করতে হতে পারে। ভালো কাজ করার পরেও হতাশা বজায় থাকবে। স্ত্রী এর দ্বারা ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
 
• বৃশ্চিক রাশি
আজ ব্যবসায়ে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর কারণে সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে নতুন কর্মচারী নিয়োগ নিয়ে ভাবনা চিন্তা হতে পারে। বন্ধু বান্ধবের সমাগমে মানসিক শান্তি আসবে। সহ্য শক্তির দরুন সফলতা অর্জন করবেন। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ সারাদিন আপনার সংসারের সুখ শান্তি বজায় থাকবে। কুকথার জন্য বিবাদ সৃষ্টি হতে পারে। নতুন কোনও সংগঠনে কাজের সুযোগ আসতে পারে। প্ররোচনা থেকে দূরে থাকুন বিপদ ঘটতে পারে। লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ কোনও এক বিষয় নিয়ে ভূল বোঝার দরুন পারিবারিক বিবাদ সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। জলপথ পরিবহন থেকে দূরত্ব বজায় রাখুন। ব্যবসায় লাভবান না হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ পরিকল্পনায় বাঁধার সৃষ্টি হতে পারে। আবেগ জনিত কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে বিবাদ হতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ের কারণে দূরে কোথাও ভ্রমনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। কোনও এক বিষয় নিয়ে নিকট আত্মীয়দের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button