প্রেমে ব্যর্থ! এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করলেই ফিরে পেতে পারেন আপনার হারানো ভালবাসাকে

মন্টি শীল, কলকাতা : একজন মানুষের জীবনে প্রেম ও ভালবাসার মহত্ত্ব অনেকখানি। বিভিন্ন সময়ে ভালোবাসা আপনার ভাগ্য দুয়ারে এসে উপস্থিত হলেও, বিভিন্ন কারণ বশত তা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। যদিও এর কারণও রয়েছে একাধিক। তবে সেই সমস্ত সমস্যাকে পিছনে ফেলে রেখে নিজের ভালোবাসাকে ফিরে পেলেও এমন অনেকেই রয়েছেন, যারা নিজেদের ভালোবাসাকে বজায় রাখতে পারেন না। ছোট খাটো বিষয় নিয়ে বাদানুবাদের দরুন সম্পর্কে বিচ্যুতি ঘটে। তাই আপনার জীবনের প্রেম ভালোবাসা সহ একাধিক গুরুতর সমস্যাকে সমাধান করতে এক নজরে দেখে নিন আজকের রাশিফল ( Today’s Horoscope )।
• জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে যদি আপনি আপনার প্রেমকে মজবুত এবং অটুট করতে চান তবে আপনাকে আপনার বৃহস্পতি-কে মজবুত করতে হবে। আর এর জন্য, আগামী তিন’মাস প্রতি বৃহস্পতিবার বিষ্ণু এবং লক্ষ্মীর আরাধনা করতে হবে। শুধু তাই নয়, ওই জাতক বা জাতিকারা যদি প্রসাদ অর্পণ করে থাকেন তবে খুব শীঘ্রই আপনার জীবনে পুরানো ভালোবাসা ফিরে পাওয়ার যোগ রয়েছে।
• শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, যদি কোনও জাতক অথবা জাতিকা নিজের পুরনো ভালোবাসাকে ফিরে পেতে চান তবে সে এই বিশেষ উপায় অবলম্বন করতে পারেন। আর সেই পদ্ধতি হল, অশ্বত্থ গাছের দুটি শুকনো পাতা সংগ্রহ করে আপনার ভালোবাসার মানুষের নাম লিখুন। তারপর সেটি একটি ভারী বস্ত দিয়ে আপনার বাড়ির গোপন স্থানে উল্টো করে রেখে দিন। এরপর প্রতিদিন নিয়ম করে অশ্বত্থ গাছের আরাধনা করলে ফের একবার আপনার জীবনে সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটির প্রবেশ ঘটবে।
• নিজের পুরনো প্রেমকে ফিরে পাওয়ার জন্য সাদা পোশাকের থেকে উত্তম জিনিসের জুড়ি মেলা ভার। জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে, নিজের পুরনো প্রেমকে ফিরে পেতে হলে সেই জাতক অথবা জাতিকারা সাদা রঙের পোশাক ধারন করে কোনও ধর্মীয় স্থানে গোলাপ আতর অর্পন করুন। খুব শীঘ্রই সেই জাতক অথবা জাতিকার পুরনো প্রেম ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
• শাস্ত্র অনুযায়ী দেখা গিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে পুরোনো প্রেম ফিরে আসতে পারে। সাধারণত শ্রীকৃষ্ণকে ভালোবাসার দেবতা স্বরূপ পূজিত করা হয়। তাই যদি আপনার হারানো ভালবাসাকে ফিরে পেতে চান তবে মন্দিরে বাঁশির সঙ্গে পান অর্পন করুন এবং যতদিন না পর্যন্ত আপনার ভালোবাসা নতি স্বীকার করছে ততদিন কৃষ্ণ এবং রাধার যপ করুন। খুব শীঘ্রই সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।