কোন কোন রাশির বিপুল অর্থ লাভের সম্ভবনা? জেনে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : মঙ্গলবার, সকাল সকাল কাজে বেরোনোর আগে জানতে চান কেমন কাটতে চলেছে আপনার আজকের সারাদিন, কোন কোন সৌভাগ্যের চাবিকাঠি অপেক্ষা করছে আপনার জন্য। কার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে, কার প্রেমে তৈরী হতে পারে জটিলতা। কোন পথে আপনি পাবেন সফলতা আর কোন পথে ব্যর্থতা। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ মঙ্গলবার, ৩১ শে মে (১২ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার নতুন কাজের প্রতি আগ্রহ তৈরি হবে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়ির কোনও কাজে মানসিক আনন্দ লাভ করবেন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ভালো কাজ করার পরেও সুনাম পেতে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ কোনও এক জটিল বিষয় নিয়ে ভাই বোনের বিবাদ বৃহৎ আকার ধারণ করতে পারে। শত্রুর কারণে মানসিক ভীতি তৈরি হবে। কোনও বিশেষ কাজের দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

31c11

আরও পড়ুন ….বলি পাড়ার রক্তমাংসের ঈশ্বর! ৪ হাতের প্রতিবন্ধী শিশুর সাহায্যে পাশে সোনু সুদ
আরও পড়ুন ….আবার সাউথের টুকলি! করণের হাত ধরেই নতুন সিনেমায় পা সাইফ পুত্র ইব্রাহিমের

• মিথুন রাশি
আজ আইনি জটিলতার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজের দরুন কর্মক্ষেত্রে অপমানিত হতে পারেন। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। মনের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
 
• কর্কট রাশি
আজ মাত্রাতিরিক্ত অর্থব্যয়ের দরুন স্ত্রী-র সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা হতে পারে। অনেক দিনের আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনি অসৎ সঙ্গ থেকে নিজেকে বিরত রাখুন। আর্থিক সংকট তৈরির সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় সফলতা আসতে পারে। সন্তানের কাজে গর্ববোধ করবেন। পুরোনো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

11c13

আরও পড়ুন ….যীশুকে সরিয়ে সারেগামাপা-র মঞ্চে আবির! শেষ পরিচালনা, প্রকাশ নতুন পর্বের দিন ক্ষণ

• কন্যা রাশি
আজ আপনার ব্যবসায়ে উন্নতির জন্য পরিবারের গুরুজনের সঙ্গে আলোচনা হতে পারে। ভুল সিদ্ধান্তের দরুন বাড়িতে অপমানিত হতে হবে। আর্থিক সংকট তৈরির সম্ভাবনা রয়েছে। গান বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। ভ্রমণ সংক্রান্ত আলোচনা হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার ব্যবসায়ে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ সংক্রান্ত আলোচনা থেকে নিজেকে বিরত রাখুন। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয় ব্যক্তির কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। হঠাৎ করে উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ ভ্রমণ বিষয়ক পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। ব্যবসায়ে সফলতার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে। অচেনা ব্যক্তির উপকার করতে গিয়ে নিজেই বিপদের সম্মুখীন হবেন। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ মাত্রাতিরিক্ত বিলাসিতার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। নীতিবিরোধি কাজের দরুন বিবাদ সৃষ্টি হতে পারে। হঠাৎ কোনও শুভ যোগাযোগ আসতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ের প্রতি ভালো যোগাযোগ আসতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ অসৎ সঙ্গের দরুন বিপদ ঘটতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুর আক্রমণ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। নিকট বন্ধুর কাছ থেকে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কোনও কাজের দরুন মানসিক চাপ বাড়তে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সুযোগ আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে হওয়া বিবাদ নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। খারাপ ব্যবহারের দরুণ প্রিয় ব্যক্তির মনে কষ্ট বাড়তে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ সকাল সকাল আপনার সঙ্গে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে মানসিক চিন্তা বজায় থাকবে। ব্যবসায়ে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button