ব্যবসা না চাকুরি, কীসে পাবেন ভালো ফল! একনজরে দেখে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ বুধবার, ১১ ই মে (২৭ শে বৈশাখ) ২০২২, কাজে বেরোনোর আগে জানতে চান আজ কী কী পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। কোন কোন সৌভাগ্যর হাতছানি পেতে চলেছেন আপনি। চাকুরিতে সফলতা পাবেন না স্বাস্থ্য ক্ষেত্রে, ব্যবসায় সফলতা পাবেন নাকি শিক্ষায়। সংসারের কোন কোন সুখ স্বাচ্ছন্দ্য অপেক্ষা করছে আপনার জন্য। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে নতুন কোনও ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কোনও নতুন মহিলার সঙ্গে পরিচয় ঘটতে পারে। ব্যবসায় মানসিক চাপ বাড়তে পারে। সংসারের প্রতি চিন্তা বাড়তে পারে। অধিক অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনি বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। অধিক বিলাসিতার কারণে অর্থ ব্যয় হতে পারে। শত্রুর কারণে মানসিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

11c13

আরও পড়ুন ….Asani Cyclone: শক্তি বাড়াচ্ছে ‘অশনি’, টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কবে বৃষ্টি?
আরও পড়ুন ….পাকিস্তানি শো- তে রবীন্দ্রসঙ্গীত, শুনে বিস্মিত আপামর বাঙালী

• মিথুন রাশি
আজ আপনার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন উদ্যোগ আসতে পারে। আর্থিক সংকট তৈরীর সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটতে পারে। স্ত্রী এর কোনও কাজের দরুন মানসিক চাপ বাড়তে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ কোনও ভালো কাজের সুবাদে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থনৈতিক বিষয় নিয়ে চাপ সৃষ্টি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। জলপথ পরিবহন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
 
• সিংহ রাশি
আজ দূরে কোথাও ভ্রমণে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় অতিরিক্ত অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। কাজের জন্য মানসিক চাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

11c12

আরও পড়ুন ….খেতে ভালোবাসতেন লুচি, হাসিই ছিল জীবনের প্রাণবায়ু, রসিক রবীন্দ্রনাথের এই রূপের অবাক হবেন আপনিও

• কন্যা রাশি
আজ আপনি শত্রুর কারণে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে । বিজ্ঞান গবেষণায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাঁধার মুখে পড়তে হতে পারে। আর্থিক বিষয় নিয়ে মানসিক সুখ ও স্বাচ্ছন্দ্য আসতে চলেছে। পারিবারিক সম্পত্তি নিয়ে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনি কোনও খারাপ অঘটন দেখার দরুন মানসিক কষ্ট পাবেন। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়বেন। শরীরে সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। সক্কাল সক্কাল কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ কোনও নতুন স্থানে কাজের জন্য যোগাযোগ আসতে পারে। সম্পত্তিজনিত বিষয় নিয়ে আইনি পরামর্শ নিতে হতে পারে। আইনি কাজে অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ আপনার সন্তানের পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় এর কারণে কর্মচারীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। পড়াশোনায় সফলতা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজের দরুন নিকট বন্ধুর কাছ থেকে সম্মানিত হতে পারেন। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনি কোনও এক ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারেন। সমাজের কোনও ভালো কাজ করে সুনাম অর্জন করবেন। কর্মক্ষেত্রে মানসিক অশান্তি বাড়তে পারে। গবেষণার কারণে বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ আসতে পারে । আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
 
• কুম্ভ রাশি
আজ আপনার ব্যবসার ক্ষেত্রে কোনও শুভ পরিবর্তন আসতে চলেছে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খেলাধুলার ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• মীন রাশি
আজ প্রেমে বাঁধা আসতে পারে। শারীরিক দুর্বলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী এর দরুণ সংসারে বাড়তি খরচ হতে পারে। সংসারের অশান্তির কারণে মানসিক চিন্তা বজায় থাকবে। কাজের দরুন ভ্রমণে বাঁধা আসতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button