কর্মক্ষেত্রে মিলবে উচ্চতর পদ! পালন করতে হবে এই নিয়ম, একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ বুধবার, জানতে চান কেমন কাটবে আপনার আজকের গোটা দিন। শিক্ষা জীবন নাকি কর্মজীবন কোথায় খুঁজে পাবেন নবদিগন্ত। চাকরি না ব্যবসা কোন পথে আপনি পাবেন সফলতা। কার প্রেম জীবন কেমন কাটবে। আর কেই বা পেতে চলেছে সুখি দাম্পত্য জীবনের পরশ? এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ বুধবার (Wednesday), ১৫ ই জুন (২৭ শে জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।

• মেষ রাশি
আজ আপনার দিনটা আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। নিকট আত্মীয়ের সঙ্গে হওয়া বিবাদের দরুন আইনি জটিলতা দেখা দিতে পারে। বাড়িতে প্রতিবেশীর সমাগম ঘটতে পারে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার দরুণ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। নিজের সুবিধা অনুসারে কাজ করাটাই শ্রেয়। আপনার শুভ রং লাল। শুভ রত্ন লাল প্রবাল।
 
• বৃষ রাশি
আজ আপনার ব্যবসায়ে শুভ যোগ আসতে চলেছে। ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের প্রতি বিপুল অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানসিক শান্তি পাবেন। পড়াশোনার ক্ষেত্রে মানসিক চাপ বজায় থাকবে। আপনার শুভ রং লাল। শুভ রত্ন লাল প্রবাল।

15c12

• মিথুন রাশি
আজ কোনও সামাজিক কাজের দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে সংসারে বিবাদ দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে সম্মান, ভালোবাসা পাবেন। শারীরিক অসুস্থতার দরুন কার্যে ক্ষতির আশঙ্কা রয়েছে। সুব্যবহারের দরুন সংসারে শান্তি আসতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ রত্ন পান্না।

• কর্কট রাশি
আজ কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের দিক থেকে কিছু পুরনো পাওনা আদায় হতে পারে। শিক্ষার্থীদের বাঁধা মুখে পড়তে পারেন। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে হওয়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন। আপনার আজকের শুভ রং সাদা। শুভ রত্ন মুনস্টোন।

• সিংহ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হলেও পরে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজে সুনাম অর্জন করার যোগ রয়েছে। নিকট ব্যক্তির দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। সন্তানের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। ছোট খাটো বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। কমলা আপনার আজকের শুভ রং। শুভ রত্ন রুবি স্টার।

15c13

• কন্যা রাশি
আজ কোনও এক বিষয় নিয়ে আইনি জটিলতা দেখা দিতে পারে। সন্তানের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। আবেগের বশে করা কাজের দরুন ক্ষতির আশঙ্কা রয়েছে। মানসিক ভীতির দরুন কাজে ক্ষতি হতে পারে। গাড়ি-বাড়ি কেনা বেচার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। আপনার শুভ রং সবুজ। শুভ রত্ন পান্না।

• তুলা রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে তৈরি হওয়া সমস্ত জটিলতা মিটে যেতে পারে। নিকট বন্ধুর জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে অর্থ ব্যয় হতে পারে। মাত্রাতিরিক্ত আবেগের দরুন ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মনোবলের জোরে ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। অযথা কোনও ব্যক্তিকে পরামর্শ প্রদান না করাই শ্রেয়। সাদা আপনার আজকের শুভ রং। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ জলপথ পরিবহন থেকে দূরত্ব বজায় রাখুন, বিপদের আশঙ্কা রয়েছে। আর্থিক বিষয় নিয়ে মানসিক অশান্তি বজায় থাকবে। মাত্রাতিরিক্ত পরিশ্রম করা সত্তেও সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে। প্রেমে সফলতা পাওয়ার যোগ রয়েছে। সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। বাড়ির কোনও গুরুতর সমস্যার সমাধান ঘটতে পারে। আপনার আজকের শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ কোনও ছোট খাটো বিষয় নিয়ে তৈরি ক্ষোভ আপনার ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে মধ্যমবর্গিয় ফলাফল দেখা যেতে পারে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। অপর কোনও ব্যক্তির দরুন সম্মানিত হওয়ার যোগ রয়েছে। আপনার শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনার কর্মচারীর তৎপরতায় ব্যবসায়ে সফলতা পাওয়ার যোগ রয়েছে। ভ্রমণের জন্য আজকের দিনটা অনুকূল। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে তৈরি হওয়া বিবাদের সময় মাথা ঠান্ডা রাখাটাই শ্রেয়। শিক্ষার্থীদের জন্য ভাল সময় আসতে চলেছে। কর্মক্ষেত্রে দ্বায়িত্ব পালন করতে গিয়ে সংসারের প্রতি অবহেলা দেখা দিতে পারে। শত্রুর সঙ্গে হওয়া বিবাদের জেরে ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনার শুভ রং নীল। শুভ রং ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। প্রতিযোগিতায় জয় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক যোগ ভালো হলেও কর্মক্ষেত্রে পরিশ্রম বজায় থাকবে। মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন রক্ত চাপ বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনার অনেক দিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। স্ত্রীর সঙ্গে হওয়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন। ভালো ব্যবহারের দরুণ সকলকে প্রভাবিত করতে সক্ষম হবেন। সন্তানের দরুন বাড়তি অর্থ ব্যয়ের যোগ রয়েছে। হলুদ আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button