অনুষ্কাই সৌভাগ্যের চাবিকাঠি,অকপট স্বীকারোক্তি বিরাটের

ক্রিকেট ও বলিউডের সংমিশ্রণে গড়ে ওঠা জুটির মধ্যে সবথেকে সেরা জুটির সংমিশ্রণ হল বিরাট (Virat Kohli) অনুষ্কা (Anushka Sharma)। এই পাওয়ার কাপলকে কে না জানে। বিরাট অনুষ্কা জুটি সর্বদাই সুপারহিট। সবসময় লাইমলাইটে থাকে এই কাপল। প্রেম থেকে শুরু করে বিয়ে সবই ছিল গল্পের মত। এদের কাছে রুপকথার গল্পও হার মানায়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। এখনও মসৃণ তাদের পথচলা। সম্প্রতি বাবা মা হয়েছেন বিরাট ও অনুষ্কা। মেয়ে ভামিকার জন্মের পর থেকে গল্পের ছক যেন আরও অনেকটাই বদলে গিয়েছে। তবে সময়ের সাথে সাথে আরও বেশি পরিণতি পেয়েছে তাদের সম্পর্ক।

Anushka Sharma

আরও পড়ুন………Pan Masala : বিখ্যাত সব মুখেরা বিজ্ঞাপনে, জেনে নিন কোটি টাকার পান মশলার গল্প

ক্রিকেটার বিরাট বহুবার জানিয়েছেন তাদের বিবাহিত জীবনে অনুষ্কার (Anushka Sharma) প্রভাব কতটা। তাদের মধ্যে থাকা মজবুত সমীকরণের পেছনে অনুষ্কার অবদানকে তিনি সর্বদা সামনে রাখেন। বিরাট একবার এক রিয়েলিটি শো’তে বলেন যে অনুষ্কা তার জীবনে আসার পর থেকে সমস্থ প্রতিকূল পরিস্থিতি কেটে গিয়েছে। অনুষ্কার সাথে পরিচয়ের আগে বিরাট অনেক রগচটা স্বভাবের ছিলেন। তিনি বহুবার সংবাদের শিরোনামে এসেছেন মাঠে তার লড়াকু মেজাজের জন্য। ভারতীয় ক্রিকেটের জগতে মাইলস্টোন হিসেবে উঠে আসা বিরাটের জীবনে অনুষ্কার অসীম প্রভাব রয়েছে। বিরাট আরও বলেন কেরিয়ারের ১১ বছরের মধ্যে আসল পরিবর্তনটা নিয়ে আসে অনুষ্কা। অনুষ্কাই নাকি ভারতীয় এই অধিনায়ককে ধৈর্যশালী করে তুলেছে। এখন তিনি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন…………কৃতি থেকে নীনা সারা সপ্তাহ নতুন অবতারে ধরা দিলেন,দেখে নিন অভিনেত্রীদের এক ঝলক

দেখতে দেখতে অনেকটা বছর পার করেছে এই দম্পতি। কিন্তু এখনও তারা মজবুত সম্পর্কের ঢাল ধারণ করে আছে। মেয়ে ভামিকা ও স্ত্রী অনুষ্কাকে (Anushka Sharma) নিয়ে ভরা সংসার ক্যাপ্তেন বিরাটের। নানা রকম বিতর্কের মধ্যে দিয়ে তিনি গেলেও সব সময় ধৈর্যের সাথেই তিনি সমস্ত পরিস্থিতি সামলে যাচ্ছেন। প্রসঙ্গত অনেক দিন ধরেই অনুষ্কাকে বড় পর্দায় দেখা যাচ্ছে না,এর কারণ হিসেবে জানা গেছে তিনি মেয়ে ভামিকাকেই সময় দিতে ব্যস্ত। তবে খুব শীঘ্রই আবার তাকে বড় পর্দায় দেখা যাবে।

 




Leave a Reply

Back to top button